রাজধানীর ধানমন্ডির ১১/এ তে বোমা সদৃশ বস্তু পাওয়া গেছে। শুক্রবার রাত ১২টার দিকে লাল স্কচটেপ পেঁচানো বোমা সদৃশ বস্তু দেখতে পায় পুলিশ।
ধানমন্ডি থানা পুলিশ জায়গাটি ঘিরে রেখেছে। তারা বোম্ব ডিসপোজাল ইউনিটকে খবর দিয়েছে।
সিটিটিসির অতিরিক্ত উপ-কমিশনার জাহাঙ্গীর আলম গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করে বলেন, এটি কোন বোমা নয়। নরম জাতীয় কোন বস্তুর ওপর লাল রংয়ের টেপ পেঁচিয়ে ফেলে রেখেছিল কে বা কারা। আমরা সেখানে গিয়ে তা উদ্ধার করে পরীক্ষা করে দেখেছি।
এর আগে রাত সাড়ে ১২টার দিকে বোমা মনে করে সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। খবর পেয়ে থানা-পুলিশ জায়গাটি ঘিরে রাখে। খবর দেয় পুলিশের বোম্ব ডিসপোজাল টিমকে। পরে তারা এসে বস্তুটি উদ্ধার করে।
বিডি প্রতিদিন/আরাফাত