ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের সামনে থেকে এক নবজাতকের লাশ উদ্ধার করেছে পুলিশ। ধারণা করা হচ্ছে, কেউ মৃত অবস্থায় নবজাতকটি ফেলে রেখে গেছে।
রবিবার সকাল ১০টার দিকে নবজাতকের লাশটি উদ্ধার করা হয়।
খবর পেয়ে শাহবাগ থানা পুলিশ ঘটনাস্থলে আসে। তারা লাশ মর্গে নেয়ার ব্যবস্থা করে। এ বিষয়ে বিস্তারিত জানার চেষ্টা চলছে।
ঢাকা মেডিকেল পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইন্সপেক্টর বাচ্চু মিয়া জানান, হাসপাতালের জরুরি বিভাগের সামনে গাড়ি পার্কিংয়ের পেছনের জায়গা থেকে নবজাতকটি উদ্ধার করা হয়। নবজাতকটির বয়স আনুমানিক ১দিন হবে।
বিডি-পতিদিন/সালাহ উদ্দীন