শিরোনাম
- ভারত নদীতে বাঁধ দিয়ে আধিপত্যবাদী মনোভাবের বহিঃপ্রকাশ ঘটায় : সাকি
- আওয়ামী লীগ নিষিদ্ধে জনগণের সমর্থন ছিল : প্রেস সচিব
- একনজরে আজকের বাংলাদেশ প্রতিদিন (১৭ মে)
- মুক্তিযুদ্ধ শেষ হয়নি, শেষ হওয়ারও নয়
- যুক্তরাষ্ট্রের কারাগার থেকে পালালেন খুনের আসামিসহ ১১ বন্দি
- চাঁদপুরে পুলিশের চুরি যাওয়া অস্ত্র উদ্ধার, আটক ২
- টেকনাফে স্কুলছাত্রী অপহরণ মামলার দুই আসামি গ্রেফতার
- মেয়েকে উত্ত্যক্তের প্রতিবাদ করায় মা-বাবাকে কুপিয়ে জখম
- বাংলাদেশের রূপরেখা নিয়ে ববিতে আলোচনা সভা
- করিমগঞ্জে বজ্রপাতে যুবক নিহত
- রাজধানীতে দুই খুন
- গাজায় প্রতি ৪ মিনিটে একবার হামলা, প্রাণ গেল শতাধিক মানুষের
- সিলেটে ছাত্রলীগ ও শ্রমিক লীগ নেতা গ্রেফতার
- রমেকে ক্যান্সার, কিডনি ও হৃদরোগ বিভাগ নির্মাণের অগ্রগতি পরিদর্শন
- অবৈধভাবে পাচারকালে ৩০ হাজার রেনু উদ্ধার, নদীতে অবমুক্ত
- রংপুরে মানি লন্ডারিং ও সন্ত্রাসে অর্থায়নবিরোধী কর্মশালা
- যৌতুক না দেওয়ায় বিয়ের আসর থেকে বর পালাল, সংঘর্ষে আহত ৫
- পদ্মার দুই ইলিশ ১৪ হাজার টাকায় বিক্রি
- কবরস্থানের সভাপতি পদে নির্বাচন, লড়বেন দুই বিএনপি নেতা
- অনির্দিষ্টকালের জন্য বন্ধ জার্মান ইউনিভার্সিটি বাংলাদেশ
জেল হত্যা দিবসে শোক ও শ্রদ্ধায় ৪ শহীদকে স্মরণ
নিজস্ব প্রতিবেদক, রাজশাহী
অনলাইন ভার্সন

জেলহত্যা দিবস উপলক্ষে শহীদ চার নেতার অন্যতম নেতা এএইচএম কামারুজ্জামান হেনার কবরে শ্রদ্ধা নিবেদন করতে আজ রবিবার প্রথম প্রহর থেকেই ভীড় করেন আওয়ামী লীগ ও তার বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
রাত ১২টা এক মিনিটে মহানগরীর কাদিরগঞ্জ এলাকার শহীদ এএইচএম কামারুজ্জামানের কবরে শ্রদ্ধা নিবেদন করেন রাজশাহী জেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ। রাজশাহী জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আসাদের নেতৃত্বে দলের অন্যান্য নেতাকর্মীরা শহীদ কামারুজ্জামানের কবরে পুষ্পস্তবক অর্পণ করেন।
এরপর একে একে জেলা যুবলীগ, জেলা মহিলা লীগের নেতৃবৃন্দ গিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। এরপর রবিবার ভোর থেকেই শুরু হয় রাজশাহী বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা, নেতৃবৃন্দসহ সাধারণ মানুষের শ্রদ্ধা নিবেদন।
সকালে শ্রদ্ধা নিবেদন করেন রাজশাহী বিভাগীয় কমিশনার হুমায়ুন কবীর খোন্দকার, জেলা প্রশাসক হামিদুল হক, রাজশাহী মেট্রোপলিটন পুলিশ কমিশনার হুমায়ন কবির, রাজশাহী শিক্ষা বোর্ড চেয়ারম্যান মোকবুল হোসেন, রাজশাহী বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি, রাজশাহী সিটি করপোরেশনের কর্মকর্তাবৃন্দ।
এরপর মহানগর আওয়ামী লীগের সভাপতি ও শহীদ কামারুজ্জামান হেনার বড় ছেলে সিটি মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটনের নেতৃত্বে পুষ্পস্তবক অর্পণ করেন মহানগর আওয়ামী লীগের নেতৃবৃন্দ। এ সময় শহীদ কামারুজ্জামান হেনার পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।
এর আগে মহানগরীর কুমারপাড়া সংলগ্ন স্বাধীনতা চত্ত্বরে বঙ্গবন্ধুসহ জাতীয় চার নেতার প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করা হয়। বের করা হয় শোক র্যালি। র্যালিতে নেতৃত্ব দেন নগর আওয়ামী লীগের সভাপতি ও সিটি মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন। এছাড়া যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবকলীগ, শ্রমিকলীগ, তাঁতিলীগসহ বিভিন্ন অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ জাতীয় চার নেতার প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।
এদিকে, দিবসটি উপলক্ষে বিভাগীয় শহর রাজশাহীতে কালোব্যাজ ধারণ, শোক পদযাত্রা, বিভিন্ন ওয়ার্ডে মাইকে বঙ্গবন্ধুর ঐতিহাসিক ভাষণ প্রচার, কোরআন তেলাওয়াত, রক্তদান কর্মসূচি, শোকসভাসহ বিভিন্ন কর্মসূচি পালন করা হচ্ছে।
বিডি-প্রতিদিন/ সিফাত আব্দুল্লাহ
এই বিভাগের আরও খবর