বিএনপির ভাইস চেয়ারম্যান অবিভক্ত ঢাকার সাবেক মেয়র মুক্তিযোদ্ধা সাদেক হোসেন খোকার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করে মরহুমের রুহের মাগফেরাত কামনা ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন লিবারেল ডেমোক্রেটিক পার্টি-এলডিপির সভাপতি ডক্টর কর্নেল অলি আহমদ বীর বিক্রম (অব.)।
শোকবার্তায় ডক্টর কর্নেল অলি আহমদ বীর বিক্রম (অব.) বলেন, দেশের স্বাধীনতা সংগ্রামে সাদেক হোসেন খোকার অবদান অক্ষয় হয়ে থাকবে। একজন জনপ্রতিনিধি হিসেবেও তিনি সাধারণ মানুষের আস্থা অর্জন করেছিলেন। দেশের সব গণতান্ত্রিক আন্দোলন ও রাজধানীর উন্নয়নে তার অবদানকে জাতি শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন