পাবনার রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পে আলোচিত 'বালিশ দুর্নীতি'র ঘটনায় পাবনা গণপূর্ত বিভাগের সাবেক নির্বাহী প্রকৌশলী মাসুদুল আলমকে জিজ্ঞাসাবাদ করছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। বুধবার সকালে দুদক কার্যালয়ে তাকে জিজ্ঞাসাবাদ শুরু করা হয়।
এর আগে, গত ৩ নভেম্বর দুর্নীতির অভিযোগে এক নোটিশে প্রকৌশলী মাসুদুল আলমসহ ৩৩ প্রকৌশলীকে তলব করে দুর্নীতি দমন কমিশন।
ওই নোটিশে বলা হয়, পাবনার রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের বিভিন্ন ভবনের জন্য বিছানা-বালিশ ও আসবাবপত্র কেনায় দুর্নীতির অভিযোগে জিজ্ঞাসাবাদের জন্য তাদের তলব করা হয়েছে।
এরও আগে, রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের বিভিন্ন ভবনে বিছানা, বালিশ ও আসবাবপত্র কেনাকাটায় অস্বাভাবিক মূল্যের বিষয়টি মিডিয়ায় প্রকাশিত হলে দেশব্যাপী সমালোচনার ঝড় উঠে।
বিডি-প্রতিদিন/মাহবুব