রংপুরের তারাগঞ্জ থেকে অপহৃত এক কিশোরীকে ৮ দিন পর ঢাকার সাভার হতে উদ্ধার করেছে পুলিশ। এ সময় অপহরণের অভিযোগে সন্তোষ কুমার রায়কে আটক করা হয়েছে। শুক্রবার রাত সাড়ে ১১টার দিকে সাভারের শ্যামপুর হেমায়েতপুরের সুজন সরকারের বাসা থেকে অপহৃতাকে উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, রংপুরের গঙ্গাচড়া উপজেলার লালচাঁদপুর (মেরুয়া ডোগার বাজার) গ্রামের প্রসন্ন কুমার রায়ের ছেলে সন্তোষ কুমার রায় (২৯) পার্শ্ববর্তী তারাগঞ্জ উপজেলার বালাপাড়া গ্রামের এক কিশোরীকে বিয়ের প্রলোভন দেখিয়ে গত ২১ নভেম্বর অপহরণ করে। ঘটনার দুই দিন পর কিশোরীর পরিবার তারাগঞ্জ থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। এরপরই পুলিশ মাঠে নামে, চলে অভিযান।
এক পর্যায়ে মোবাইল নাম্বার ট্রাকিং-এর মাধ্যমে শুক্রবার ঢাকার সাভারের শ্যামপুর হেমায়েতপুর গ্রামের সুজন সরকারের বাসা হতে কিশোরীকে উদ্ধারসহ অপহরণকারীকে আটক করা হয়।
তারাগঞ্জ থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) জিন্নাত আলী ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
বিডি প্রতিদিন/এনায়েত করিম