স্ত্রীর দায়ের করা মামলায় জনপ্রশাসন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (ওএসডি) ড. জাকির হোসেনকে গ্রেফতার করা হয়েছে। শনিবার রাতে রাজধানীর বেইলী রোডের বাসায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
অতিরিক্ত সচিব (ওএসডি) ড. জাকির হোসেনকে গ্রেফতারের বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন রমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুল ইসলাম।
তিনি বলেন, জাকির হোসেনের বিরুদ্ধে তার স্ত্রী ডা. ফাতেমা জাহান শনিবার বিকেলে একটি মামলা করেন। মামলায় তিনি অভিযোগ করেন, যৌতুকের দাবিতে তার স্বামী তাকে নির্যাতন করতেন। অভিযোগ পাওয়ার পরপরই তাকে গ্রেফতার করা হয়েছে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে রবিবার তাকে আদালতে পাঠানো হবে বলে জানান ওসি মো. মনিরুল ইসলাম।
বিডি প্রতিদিন/এ মজুমদার