রংপুর কেন্দ্রীয় কারাগারে আমিনুল ইসলাম ওরফে ডন নামের এক হাজতির মৃত্যু হয়েছে। মঙ্গলবার রাতে হঠাৎ হৃদরোগে আক্রান্ত হলে তাকে রংপুর মেডিকেল কলেজ (রমেক) হাসপাতালে নেওয়া হয়।
সেখানে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। রংপুর কারাগারের জেলার আমজাদ হোসেন বিষয়টি নিশ্চিত করেন।
আমিনুল ইসলাম ডন রংপুর মহানগরীর লালবাগ এলাকার বাসিন্দা। তিনি গত ১১ জানুয়ারি মাদক ও অস্ত্র মামলায় গ্রেফতার হয়ে কারাগারে যান।
এ ব্যাপারে কারাগারের জেলার আমজাদ হোসেন জানান, মঙ্গলবার রাতে ডন হঠাৎ বুকের ব্যথায় কাতরাতে শুরু করেন। সঙ্গে সঙ্গে তাকে রমেক হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
তিনি আরো বলেন, হৃদরোগে আক্রান্ত হয়ে ডনের মৃত্যু হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে রাতেই মরদেহটি পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে।
বিডি প্রতিদিন/হিমেল