এক অভিযান চালিয়ে ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্যসহ কোটি টাকা হাতিয়ে নেওয়া ব্যাংক জালিয়াতি চক্রের চার সদস্যকে আটক করেছে র্যাব।
বৃহস্পতিবার দুপুরে র্যাব ১১ এর সদর দপ্তরে আয়োজিত এক সংবাদ সম্মেলন এ তথ্য জানান র্যাব ১১ এর অতিরিক্ত পুলিশ সুপার আলেপউদ্দিন (পিপিএম বার)।
বুধবার দিবাগত রাতে কুমিল্লা জেলার দাউদকান্দি থানাধীন গৌরিপুর বাজার এলাকা থেকে তাদের আটক করে র্যাব।
আটককৃতরা হলেন, কুমিল্লার দাউদকান্দি চরচারি পাড়ার আব্দুস ছাত্তারের ছেলে ইসম, মুরাদনগরের দারোরা এলাকার মৃত আল মিদের ছেলে ইউপি সদস্য মো. মমিনুল ইসলাম (৪৬), মুরাদনগরের পালা এলাকার আবু মুসার ছেলে আবু বকর সালাফী (৪৩) এবং সহধারা বাজার এলাকার আব্দুল মতিনের ছেলে রুবেল (২৪)।
এসময় তাদের কাছ থেকে ম্যাগাজিনসহ ১টি বিদেশি পিস্তল, ৩ রাউন্ড পিস্তলের গুলি, ১টি চাপাতি, ১টি চাকু, ৪ ধরনের প্রিন্টারের কালিসহ ১টি রঙ্গিন প্রিন্টার, জালিয়াতির কাজে ব্যবহৃত ভুয়া সীল ২৪টি (যার মধ্যে অগ্রণী ব্যাংকের-৭ টি, ডাচ বাংলা ব্যাংকের-৪টি, সোনালী ব্যাংকের-৩, পূবালী ব্যাংকের ২টি, ইসলামী ব্যাংকের-২টি, ফাহিম এন্টারপ্রাইজ আ. ছাত্তার স্যানিটারি এন্ড টাইলস হাইজ, মো. রফিকুল ইসলাম, আবু বক্কর সালাফী, Authorized এবং BDT-12657001 নামীয় সীল ৬টি),
এছাড়াও ১৬টি সোনালী ব্যাংকের ভুয়া ভাউচার, ২৮ টি বিভিন্ন ব্যাংকের ভুয়া এক্সপ্রেস মানি ভাউচার, ২ পাতা এনসিসি ব্যাংকের, ১১ জনের ভুয়া গলাকাটা এনআইডি এবং ভুয়া এনআইডি তৈরীর ছবি-১৬টি উদ্ধার করা হয়।
র্যাব জানায়, আটককৃতদের জিজ্ঞাসাবাদ ও প্রাথমিক অনুসন্ধানে জানা যায় যে, তারা একটি সংঘবদ্ধ চক্র। এ চক্রটি এ পর্যন্ত বিভিন্ন ব্যাংক থেকে গ্রাহকদের প্রায় ১ কোটি টাকা জালিয়াতি করে হাতিয়ে নিয়েছে। তাদের বিরুদ্ধে পৃথক ৩টি (ডাকাতির প্রস্তুতি, জালিয়াতি, অস্ত্র আইন) মামলা দায়ের করা হবে।
বিডি-প্রতিদিন/বাজিত হোসেন