২০ ফেব্রুয়ারি, ২০২০ ১৪:৪২

চুড়িহাট্টায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ৩১ পরিবারকে সহায়তা

অনলাইন ডেস্ক

চুড়িহাট্টায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ৩১ পরিবারকে সহায়তা

রাজধানীর চকবাজারের চুড়িহাট্টায় অগ্নিকাণ্ডের ঘটনায় স্বজন হারানো ও ক্ষতিগ্রস্ত ৩১ পরিবারকে সহায়তা দিয়েছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)।

এসব পরিবারের মধ্য থেকে ২১ জনকে চাকরি, দু’জনকে দোকান বরাদ্দ ও চারজনকে দুই লাখ টাকা করে আর্থিক সহায়তা দেয় ডিএসসিসি। 

এছাড়া উচ্চশিক্ষিত আরও চারজনকে আগামী দুই সপ্তাহের মধ্যে চাকরি দেওয়ার ঘোষণা দেয় ডিএসসিসি মেয়র সাঈদ খোকন। 

বৃহস্পতিবার ঢাকা দক্ষিণ নগর ভবনে চুড়িহাট্টায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ও নিহত স্বজনদের চাকরি, আর্থিক সহায়তা, পুনর্বাসন উপলক্ষে ক্ষতিগ্রস্ত-নিহতদের স্বজনদের নিয়ে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। 

প্রধান অতিথি ডিএসসিসি মেয়র সাঈদ খোকন চাকরির নিয়োগপত্র, দোকান বরাদ্দের কাগজ ও অর্থ সহায়তা তুলে দেন। মেয়র বলেন, অনেকে আছেন যারা আর্থিকভাবে স্বচ্ছল, তারা চাকরি করতে চাননি। এমন দু’জনকে দোকান বরাদ্দ দেওয়া হয়েছে। চারজনের প্রত্যেককে দুই লাখ করে টাকা দিয়েছি। উচ্চশিক্ষিত আরও চারজনকে আগামী দুই সপ্তাহের মধ্যে নিয়োগপত্র দেওয়া হবে। 

বিডি প্রতিদিন/ফারজানা

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর