পরিবেশ দূষণের অভিযোগে গাজীপুরে একটি কারখানাকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। এছাড়াও অবিলম্বে কালো ধোয়া নির্গমন বন্ধ করার নির্দেশ প্রদান করা হয়।
মঙ্গলবার গাজীপুর জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট চৌধুরী মোস্তাফিজুর রহমানের নেতৃত্বে এ ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়।
গাজীপুর পরিবেশ অধিদপ্তর সূত্রে জানা গেছে, পরিবেশ অধিদপ্তর গাজীপুর জেলা কার্যালয়ের সার্বিক সহযোগিতায় গাজীপুর সদরের দক্ষিণ সালনা এলাকায় পরিবেশ দূষণ রোধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। উক্ত ভ্রাম্যমাণ আদালতে পরিবেশ দূষণ করায় একটি কারখানাকে ১ লাখ টাকা জরিমানা এবং অবিলম্বে কালো ধোয়া নির্গমন বন্ধ করার নির্দেশ প্রদান করে।
ওই মোবাইল কোর্টে পরিবেশ অধিদপ্তর গাজীপুরের পরিদর্শক শেখ মোজাহিদ এবং আনসার সদস্যরা উপস্থিত ছিলেন।
বিডি-প্রতিদিন/বাজিত হোসেন