রাজধানীর যাত্রাবাড়ী থানা এলাকা থেকে দুই ছিনতাইকারীকে আটক করেছে র্যাব-১০। আটকরা হলেন- মো. রুবেল (১৯) এবং মো. বিপ্লব ওরফে বিপু (১৯)।
আজ দুপুরে র্যাব-১০ এর অধিনায়ক (সিও) অ্যাডিশনাল ডিআইজি মো. কাইমুজ্জামান খান বিষয়টি নিশ্চিত করে জানান, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১০ এর একটি দল রাজধানীর যাত্রাবাড়ী থানার উত্তর যাত্রাবাড়ী এলাকায় অভিযান চালায়। অভিযানে দুই ছিনতাইকারীকে আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে দু’টি চাকু ও চারটি ব্লেড জব্দ করা হয়। আসামিদের বিরুদ্ধে যাত্রাবাড়ী থানায় ছিনতাই মামলা হয়েছে।
বিডি প্রতিদিন/এ মজুমদার