রাজধানীর মোহাম্মদপুরে এক ব্যক্তিকে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। নিহত ওই ব্যক্তির নাম শিরু মিয়া (৪৫)। শনিবার রাতে মোহাম্মদপুরের একতা হাউসিংয়ের ৮ নম্বর রোডে এ ঘটনা ঘটে।
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) তেজগাঁও বিভাগের মোহাম্মদপুর জোনের অতিরিক্ত কমিশনার মৃত্যুঞ্জয় দে সজল বিষয়টি নিশ্চিত করে জানান, প্রাথমিক তদন্তে আমরা নিহতের নাম শিরু মিয়া (৪৫) বলে জেনেছি। তবে কি কারণে বা কারা এই হত্যাকাণ্ডটি ঘটিয়েছে সেটি এখনই বলা সম্ভব হবে না। আমরা তদন্ত করছি।
বিডি প্রতিদিন/এ মজুমদার