বিডি প্রতিদিন/এ মজুমদার
শিরোনাম
- গাজায় চলছে যুদ্ধ, তেলআবিবে ক্ষোভ ও প্রতিবাদ
- হাসারাঙ্গার বিশ্বরেকর্ড
- হাসিনাসহ ১০০ জনকে আদালতে হাজির হতে গেজেট প্রকাশ
- চুয়াডাঙ্গায় স্বাস্থ্য সহকারী নিয়োগে অনিয়মের অভিযোগ
- জলমহালের একমাত্র অধিকার প্রকৃত মৎস্যজীবীদের: ফরিদা আখতার
- ১০ম গ্রেডে উন্নীত হচ্ছেন প্রাথমিকের ৩০ হাজার প্রধান শিক্ষক
- ডেঙ্গু আক্রান্ত আরও ৩১৭ জন হাসপাতালে ভর্তি
- দেশে ২৪ ঘণ্টায় তিনজনের করোনা শনাক্ত
- ধর্ষণের শিকার হয়ে বিষ পান করা সেই কিশোরীকে বাঁচানো গেল না
- আমরা আশা করি একটা ঐকমত্যে পৌঁছাতে পারব : সালাহউদ্দিন
- জন্মদিনে ঝড় তুললেন রণবীর, ধুরন্ধর’-এ ফিরলেন ভয়ংকর রূপে
- নিখোঁজের একদিন পর পুকুরে মিলল কিশোরের মরদেহ
- ভোলায় র্যাবের অভিযানে ৩৭ ব্যারেল সয়াবিন তেল জব্দ, আটক ১
- যেসব অপরাধে ৪ বছর পরীক্ষা দিতে পারবেন না শিক্ষার্থীরা
- ফরিদপুরে ‘আমরা বিএনপি পরিবার’-এর উদ্যোগে ইজিবাইক বিতরণ
- দেশজুড়ে অভিযানে অস্ত্রসহ গ্রেফতার ১৪৫৪
- ভুয়া তথ্য ও প্রতারণা রোধে প্রবাসী সংবাদকর্মীদের করণীয় শীর্ষক আলোচনা
- ঘোড়াঘাটে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন জাহিদ হোসেন
- ঘুম থেকে উঠে সকালে ব্রাশ করবেন আগে নাকি পানি খাবেন?
- টেকনাফে যৌথ অভিযানে অস্ত্র, গুলি ও আইস উদ্ধার
জেলহত্যা মানবাধিকার লঙ্ঘনের এক জঘন্যতম দৃষ্টান্ত : বাদশা
নিজস্ব প্রতিবেদক, রাজশাহী:
অনলাইন ভার্সন

বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক ফজলে হোসেন বাদশা বলেছেন, ৩ নভেম্বর কারাভ্যন্তরে জাতীয় চার নেতাকে হত্যা মানবাধিকার লঙ্ঘনের এক জঘন্যতম দৃষ্টান্ত। পৃথিবীর ইতিহাসে এটি জঘন্যতম দৃষ্টান্ত হয়েই থাকবে। জেলহত্যা দিবস উপলক্ষে সোমবার সকালে রাজশাহী নগরীর কাদিরগঞ্জে জাতীয় চার নেতার অন্যতম শহীদ এএইচএম কামারুজ্জামানের সমাধীতে পুষ্পস্তবক অর্পণ শেষে তিনি সাংবাদিকদের এ কথা বলেন।
ফজলে হোসেন বাদশা বলেন, কারাগারে গ্রেফতার অবস্থায় জেলখানার ভিতরে সামরিক জান্তার লোকজন ঢুকে চার নেতাকে হত্যা করা পৃথিবীর ইতিহাসে জঘন্যতম দৃষ্টান্ত। যারা এই হত্যাকাণ্ডের পিছনে ছিল, সেই রাজনীতিকে ধারণ করেছে, তারা আজও বাংলাদেশে বিদ্যমান এবং তারাই আজকে বিএনপি-জামায়াত-এই সমস্ত রাজনৈতিক দলের ছত্রছায়ায় আছে। আজকে আমাদের ভাবতে হবে বাংলাদেশকে মুক্তিযুদ্ধের ধারায় এবং গণতন্ত্রের ধারায় নিয়ে যেতে হলে রাজনৈতিক চেতনাবোধ সম্পন্ন নেতৃত্ব এবং একইসঙ্গে কর্মীবাহিনী অপরিহার্য।
তিনি বলেন, এমন কর্মীবাহিনী দিয়ে আজকে দেশ পরিচালনা করা উদ্যোগ নেওয়া হয়েছে যে কর্মীবাহিনী সম্পর্কে স্বয়ং প্রধানমন্ত্রীর অভিযোগ হলো- যারা ফ্রিডমপার্টি করত, জামায়াত-বিএনপি করত তারা আজকে আওয়ামী লীগে ঢুকে পড়েছে। ক্ষমতার রাজনীতিতে ঢুকে পড়েছে। তাহলে জেলহত্যার সঙ্গে যারা যুক্ত ছিল, ফ্রিডমপার্টি করত তারাই তো আজকে আওয়ামী লীগের মধ্যে ঢুকে পড়েছে। আওয়ামী লীগের নেতা হয়েছে। অনেকে দেখি এমপি হয়েছে, অনেকে মন্ত্রীও হয়েছে। তাহলে এই সরকার কীভাবে দেশ পরিচালনার ক্ষেত্রে সফল হওয়ার পথে এগিয়ে যেতে পারে? যখন ঘরের শত্রু বিভীষণ তখন এখানে কীভাবে সাফল্য আসবে সেটা ভেবে দেখতে হবে।
ফজলে হোসেন বাদশা মনে করেন এখনও সময় আছে পরিপূর্ণভাবে দেশে মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়ন করার। তিনি বলেন, আমরা দীর্ঘ সংগ্রামের মধ্য দিয়ে অনেক রক্তের বিনিময়ে আজকে এই ক্ষমতা আমরা ফিরে পেয়েছি। ক্ষমতাকে সুসংহত করতে হলে মুক্তিযুদ্ধের পক্ষের শক্তিকে আদর্শভিত্তিক এগোতে হবে। সেই ঐক্যবদ্ধ প্রচেষ্টাকে বাস্তবায়নের জন্য উদ্যোগ নিতে হবে। কিছু মানুষ ধনী হয়ে যাবে। লুটপাট করে টাকার গুদাম বানাবে। বিদেশে টাকা পাচার করবে। ব্যাংক লুট করবে। এদেরকে ক্ষমা করে, তাদের সহনশীল দৃষ্টি দেখে মানুষের স্বার্থকে উপেক্ষা করার কোন সুযোগ নেই।
তিনি আরও বলেন, আমরা এই রকম একটি সরকার প্রতিষ্ঠার জন্য বিএনপি-জামায়াত সরকারকে নিশ্চয় উৎখাত করিনি। উৎখাত করেছি মুক্তিযুদ্ধের চেতনার জন্য। জনগণের স্বার্থ এবং জনগণের অধিকারের জন্য সরকার প্রতিষ্ঠা করেছি। আমি মনে করি আগামী দিনগুলোতে সেই ধারাতেই আমরা কাজ করব। আমি ওয়ার্কার্স পার্টির পক্ষ থেকে বলতে পারি, রাজশাহীর এমপি হিসেবে বলতে পারি- সেই আদর্শ থেকে এক বিন্দুও আমরা বিচ্যুত হওয়ার পক্ষপাতী না।
এর আগে ফজলে হোসেন বাদশা শহীদ এএইচএম কামারুজ্জামানের সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করেন। এ সময় অন্যদের মধ্যে রাজশাহী নগর ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক দেবাশিষ প্রামাণিক দেবু, সম্পাদকমণ্ডলির সদস্য অ্যাডভোকেট এন্তাজুল হক বাবু, সিরাজুর রহমান খান, আবদুল মতিন প্রমুখ উপস্থিত ছিলেন।
এই বিভাগের আরও খবর