জগগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সম্মেলন স্থলে স্লোগানরত অবস্থায় মৃত্যুবরণকারী ইংরেজি বিভাগের ছাত্র ও ছাত্রলীগ কর্মী ওয়সীর পরিবারের পাশে দাঁড়ালেন সাবেক ছাত্রলীগ নেতা বর্তমান জাতীয় সংসদের হুইপ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আবু সাইদ আল মাহমুদ স্বপন এমপি। এ সময় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় যুবলীগের সাবেক সদস্য কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সহসভাপতি নাজমূল হুদা ওয়ারেছী চঞ্চল, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সহসভাপতি হামজা রহমান অন্তর, মিরপুর রূপনগর থানা ছাত্রলীগের সভাপতি মারুফ হাসান মিঠু।
ফেসবুক গ্রুপ ‘বাংলাদেশ ছাত্রলীগ: ১৯৪৮ থেকে বর্তমান’ গ্রুপের এডমিন যুবলীগ নেতা চঞ্চল বলেন, প্রয়াত ওয়াসীর পরিবারের একমাত্র উপার্জনক্ষম স্বামী-সন্তানহারা তার মায়ের দীর্ঘদিনের ন্যায্য দাবি ছিলো প্রধানমন্ত্রীর সাথে স্বাক্ষাৎ করা ও জগন্নাথে ওয়াসী'র নামে স্মৃতিস্তম্ভ করা যা গত দেড় বছরেও বাস্তবায়ন হয়নি। আমি কয়েকজন সিনিয়র আওয়ামী লীগ নেতার সাথে বিষয়টি জানানোর পর স্বপন ভাই ওয়াসী'র পরিবারের পাশে দাঁড়ানোর ও আপার সাথে স্বাক্ষাৎ করানোর দায়িত্ব নেন।
কিন্তু লকডাউন পরিস্থিতিতে দেরি হওয়ায় স্বপন ভাই আজ মিরপুর পল্লবীতে তাদের বাসায় গিয়ে ওয়াসীর মা-ভাইয়ের সাথে স্বাক্ষাৎ করেন এবং পরিবেশ স্বাভাবিক হলে প্রধানমন্ত্রীর সাথে দেখা করানোর প্রত্যয় ব্যক্ত করেন। তিনি ওয়াসীর পরিবারের যে কোনও প্রয়োজনে ওয়াসীর বড় ভাই হিসেবে পাশে থাকার ইচ্ছা পোষণ করেন।
বিডি প্রতিদিন/আল আমীন