ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে প্রকাশ্যে মদপানরত তিন ব্যক্তিকে আটক করা হয়েছে। বৃহস্পতিবার মধ্যরাতে বিশ্ববিদ্যালয় প্রক্টরিয়াল টিম তাদের আটক করে শাহবাগ থানায় সোপর্দ করে।
প্রত্যক্ষদর্শীরা জানান, আটককৃতরা শহীদ মিনারের বাউন্ডারির দেয়ালে বসে মদ খাচ্ছিল। বিষয়টি বিশ্ববিদ্যালয়ের কয়েকজন শিক্ষার্থীর নজরে এলে তারা বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল টিমকে অবহিত করে। পুলিশ এসে প্রক্টরিয়াল টিমের উপস্থিতিতে তাদের থানায় নিয়ে যায়।
আটককৃতরা হলেন, মোহাম্মদ রনি, নাসির উদ্দিন এবং মামুন। তাদের মধ্যে রনি একটি বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত, নাসির বিশ্ববিদ্যালয়ের কর্মচারীর ছেলে এবং মামুন শহীদ মিনার এলাকায় নৈশপ্রহরীর দায়িত্বে নিয়োজিত ছিলেন।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. এ কে এম গোলাম রাব্বানী বলেন, শহীদ মিনার এলাকায় মাদক গ্রহণ ও বহনের সাথে সংশ্লিষ্টতা পাওয়ায় আমরা তিনজনকে আটক করে প্রশাসনের হাতে হস্তান্তর করেছি। তাদের মধ্যে একজন মন্ত্রণালয়ের পক্ষ থেকে শহীদ মিনার রক্ষণাবেক্ষণের কাজে নিয়োজিত কর্মী। বাকী দুইজন বহিরাগত।
শাহবাগ থানার এসআই আরিফ হোসেন বাংলাদেশ প্রতিদিনকে জানান, বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল টিম তাদেরকে আমাদের কাছে সোপর্দ করেছিল। আজকে তাদের আদালতে চালান করা হয়েছে।
বিডি-প্রতিদিন/বাজিত হোসেন