শিরোনাম
- টিকটকে নাচের ভিডিও দিয়ে বেশ ঝামেলায় ট্রাম্পের নাতনি
- ধুঁকছে শিল্প, স্বস্তি চান উদ্যোক্তারা
- ভারতের ৯ বিমানবন্দরে তুর্কি সেলেবি এভিয়েশনের লাইসেন্স বাতিল
- রাশিয়ার সাইবেরিয়ায় ভয়াবহ দাবানলে ৬ লাখ হেক্টরের বেশি বনভূমি পুড়ে ছাই
- ‘পারমাণবিক ব্ল্যাকমেইল ছাড়াই ভারতকে প্রতিহত করতে সক্ষম পাকিস্তান’
- “আবাসনের দাবি ন্যায্য”, জবি শিক্ষার্থীদের পাশে থাকার আশ্বাস উপদেষ্টা মাহফুজের
- 'জবি শিক্ষার্থীদের যৌক্তিক দাবি মেনে নিতে দ্রুত আলোচনায় বসুন'
- মালয়েশিয়ার স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ড. আসিফ নজরুলের সৌজন্য সাক্ষাৎ
- ১৪ মে জবির কালো দিবস ঘোষণা, জুমার নামাজের পর থেকে গণঅনশন
- টানা ৩৩ ঘণ্টা ধরে তিন দফা দাবিতে আন্দোলন করছেন জবি শিক্ষার্থীরা
- পুতিন আর আমি একসঙ্গে না বসা পর্যন্ত কিছুই ঘটবে না, ইউক্রেন ইস্যুতে ট্রাম্প
- দেশজুড়ে অভিযানে অস্ত্রসহ গ্রেফতার ১৭৮৯ জন
- চিলি-কলম্বিয়া ম্যাচের জন্য আর্জেন্টিনার দল ঘোষণা, ফিরলেন মেসি
- ইসরায়েলের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক ছিন্ন স্পেনের
- কমলো স্বর্ণের দাম
- ইন্দোনেশিয়ায় সেনা অভিযানে ১৮ বিচ্ছিন্নতাবাদী নিহত
- আন্তর্জাতিক প্রদর্শনীতে অংশ নিতে চট্টগ্রাম ত্যাগ করল “বানৌজা খালিদ বিন ওয়ালিদ”
- মার্কিন পণ্যে সব ধরনের শুল্ক প্রত্যাহারের প্রস্তাব দিয়েছে ভারত
- হানিট্র্যাপে ব্ল্যাকমেইল, ট্রান্সজেন্ডার নারী আটক
- পটুয়াখালীতে মাদক মামলায় চান মিয়ার ৫ বছরের কারাদণ্ড
শর্ত না মানায় শিক্ষার্থী ভর্তির সুযোগ হারালো শাহ মখদুম মেডিকেল কলেজ
নিজস্ব প্রতিবেদক, রাজশাহী:
অনলাইন ভার্সন

রাজশাহীর শাহ মখদুম মেডিকেল কলেজে নতুন করে শিক্ষার্থী ভর্তি বন্ধ ও আগে থেকে যারা সেখানে ভর্তি আছেন তাদের অন্য মেডিকেল কলেজে মাইগ্রেশনের সিদ্ধান্ত নিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়। ২ নভেম্বর স্বাস্থ্য মন্ত্রণালয় আলাদা দুটিতে চিঠিতে এ সিদ্ধান্তের কথা জানায়।
রাজশাহী মহনগরীর খড়খড়ি এলাকায় গড়ে ওঠা শাহ মখদুম মেডিকেল কলেজটি সাত বছর ধরে শিক্ষার্থীদের সঙ্গে প্রতারণা করে আসছিল। বিএমডিসির অনুমোদন ছাড়াই তারা শিক্ষার্থী ভর্তি করে। এনিয়ে শিক্ষার্থীরা আন্দোলনে নামেন। এ বছরের ১৫ ফেব্রুয়ারি শিক্ষার্থীদের আন্দোলনের মুখে প্রতিষ্ঠানটি বন্ধ ঘোষণা করা হয়।
শাহ মখদুম মেডিকেল কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ডা. হাসানুজ্জামান হাসু জানান, বিএমডিসি শিক্ষার্থী ভর্তি বন্ধ ও আগে থেকে ভর্তি হওয়া শিক্ষার্থীদের অন্যত্র মাইগ্রেশনের সিদ্ধান্ত নিয়েছে বলে তারা শুনেছেন। তবে অফিসিয়ালি তিনি এখনও জানেন না।
জানা গেছে, বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিল-বিএমডিসির অনুমোদনের দাবিতে রাজশাহীর বেসরকারি শাহ মখদুম মেডিকেল কলেজের শিক্ষার্থীরা দীর্ঘদিন ধরে ক্লাস বর্জন করে ১৪ দফা দাবিতে আন্দোলন করে আসছিলেন। আন্দোলনকারী শিক্ষার্থীরা জানান, গত সাত বছর ধরে এই প্রতিষ্ঠানটিতে অব্যাহতভাবে শিক্ষার্থী ভর্তি করা হলেও এখন পর্যন্ত মেলেনি বিএমডিসির অনুমোদন। ফলে চারজন শিক্ষার্থী এমবিবিএস পাস করেও ইন্টার্নশিপ করতে পারছেন না। কলেজটিতে ২০০ জন শিক্ষার্থী থাকলেও নেই পূর্ণাঙ্গ হাসপাতাল, ল্যাব ও লাইব্রেরি সুবিধা।
প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক মনিরুল ইসলাম স্বাধীন জানান, ‘বিএমডিসির অনুমোদনের জন্য আবেদন করা হয়েছে। তারা পরিদর্শন করেছে। কিছু শর্ত দিয়েছে। সেগুলো পূরণের চেষ্টা চলছে। হয়তো দ্রুত আমরা অনুমতি পেয়ে যাবো।’
গত ২ নভেম্বর স্বাস্থ্য মন্ত্রণালয়ের উপ-সচিব বদরুন নাহার স্বাক্ষরিত চিঠিতে বলা হয়েছে, গত বছরের ১০ মার্চ শাহ মখদুম মেডিকেল কলেজ পরিদর্শন করা হয়। পরিদর্শনের পর যেসব ঘাটতি পূরণের জন্য বলা হয়েছিল, সেগুলোর কোনোটাই বাস্তবায়ন করা হয়নি। এ বছরের ২৯ ফেব্রুয়ারি আবারও পরিদর্শনে গিয়ে দেখা যায়, ঘাটতিগুলো পূরণে কর্তৃপক্ষের কোনো সদিচ্ছা নেই। ফলে ২০২০-২০২১ শিক্ষাবর্ষে ছাত্র-ছাত্রী বন্ধের সিদ্ধান্ত গ্রহণ করা হলো। এছাড়া বিদ্যমান ছাত্র-ছাত্রীদের রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের অধীনে অন্যান্য বেসরকারি মেডিকেল কলেজে স্থানান্তরের সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।
বিডি প্রতিদিন/হিমেল
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর