সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী ও বরিশাল জেলা বিএনপি’র সাবেক সভাপতি অধ্যক্ষ মো. ইউনুস খানের ২৬তম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষ্যে আজ রবিবার সকাল সাড়ে ১১টায় নগরীর বরিশাল ইসলামিয়া কলেজে মরহুম ইউনুস খানের কবরে ফুলের শ্রদ্ধা নিবেদন করে জেলা ও মহানগর এবং বাকেরগঞ্জ উপজেলা বিএনপি।
পরে ইসলামিয়া কলেজের পক্ষে থেকেও ইউনুস খানের কবরে ফুলের শ্রদ্ধা নিবেদন করা হয়। তারা ইউনুস খানের রুহের মাগফেরাত কামনা করে দোয়া-মোনাজাত করেন। এসময় জেলা (দক্ষিন) বিএনপি’র সভাপতি এবায়দুল হক চাঁন ও সাধারণ সম্পাদক আবুল কালাম শাহীন, মহানগর বিএনপি’র ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মো. জিয়াউদ্দিন সিকদার জিয়া, বাকেরগঞ্জ উপজেরা বিএনপি’র সভাপতি সাবেক এমপি আবুল হোসেন খান ও সাধারণ সম্পাদক নাসির হাওলাদার, ইসলামিয়া কলেজের অধ্যক্ষ অধ্যাপক মহসিন উল ইসলাম হাবুলসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, ১৯৯১ সালের নির্বাচনে বিএনপি’র মনোনয়নে বরিশাল-৬ (বাকেরগঞ্জ) আসনে সংসদ সদস্য নির্বাচিত হন অধ্যক্ষ মো. ইউনুস খান। পরে ওই সরকারের শিক্ষা প্রতিমন্ত্রী নিযুক্ত হন তিনি। ১৯৯৪ সালের এই দিনে তৎকালীন শিক্ষা প্রতিমন্ত্রী অধ্যক্ষ মো. ইউনুস খানের মৃত্যু হয়।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ