৫ ডিসেম্বর, ২০২০ ২২:১১

নদীপথে সন্ত্রাসী কর্মকান্ডে জিরো টলারেন্স: নৌ পুলিশ সুপার

নারায়ণগঞ্জ প্রতিনিধি

নদীপথে সন্ত্রাসী কর্মকান্ডে জিরো টলারেন্স: নৌ পুলিশ সুপার

নৌ পুলিশ নারায়ণগঞ্জ অঞ্চলের দায়িত্বপ্রাপ্ত পুলিশ সুপার মিনা মাহমুদা বলেছেন, নদীপথে সন্ত্রাসী কর্মকান্ডকে কোন ধরনের ছাড় দেওয়া হবে না। সন্ত্রাসী কর্মকান্ডের বিরুদ্ধে আমাদের জিরো টলারেন্স থাকবে। কোথাও কোন ধরনের সন্ত্রাসী কর্মকান্ড হলে আমাদেরকে তথ্য দিন আমরা দ্রুত পদক্ষেপ নিব। 

শনিবার রাতে নারায়ণগঞ্জ শহরের ৫নং ঘাটে শীতলক্ষ্যার পশ্চিম তীরে ভাসমান জেটিতে মত বিনিময় সভায় এসব কথা বলেন তিনি। 

বাংলাদেশ নৌযান শ্রমিক কর্মচারী ইউনিয়ন ও নিরাপদ নৌপথ চাই সংগঠনের সাধারণ সম্পাদক সবুজ শিকদারের সভাপতিত্বে অতিথিদের মধ্যে বক্তব্য রাখেন নৌ পুলিশ ঢাকা অঞ্চলের সিনিয়র সহকারী পুলিশ সুপার আবুল কালাম আজাদ, বাংলাদেশ কোস্টগার্ড পাগলা স্টেশনের পেটি অফিসার কাজী আশরাফুর রহমান, বিআইডব্লিউটিএ নারায়ণগঞ্জ নদী বন্দরের সহকারী পরিচালক (নৌ নিট্রা) বাবু লাল বৈদ্য, বাংলাদেশ জাহাজী শ্রমিক ফেডারেশনের সহসভাপতি বাবু লাল বৈদ্য, কার্যকরী সভাপতি আলমগীর কবির বকুল, বাংলাদেশ নৌযান শ্রমিক কর্মচারী ইউনিয়নের সভাপতি শাহআলম, বিআইডব্লিউটিএ নারায়ণগঞ্জ সিবিএ চেয়ারম্যান সিদ্দিকুর রহমান, দেশীয় বাল্কহেড ও ড্রেজার মালিক সমিতির নারায়ণগঞ্জ জেলা সভাপতি মাহবুবুল আলম শিশির, সোনারগাঁ শাখার সভাপতি জাকির হোসেন, মোহনপুর মতলব উত্তর শাখার সোবহান সরকার শোভা, বক্তাবলী শাখার শফিক মাহমুদ, কেরানীগঞ্জ শাখার সুরুজ মিয়া, বাংলাদেশ নৌযান শ্রমিক কর্মচারী ইউনিয়নের কার্যকরী সভাপতি সরদার আলমগীর মাস্টার, বিআইডবিøউটিসি ওয়ার্কার্স ইউনিয়নের সাধারণ সম্পাদক জাকির হোসেন চুন্নু, বাংলাদেশ নৌযান শ্রমিক কর্মচারী ইউনিয়ন নারায়ণগঞ্জ শাখার সভাপতি নিজাম উদ্দিন খান, কেন্দ্রীয় কমিটির দপ্তর সম্পাদক কবির হোসেন, সহ সম্পাদক আক্তার হোসেন, জাকির হোসেন, আলিম শেখ, পান্না মিয়া প্রমুখ। 
 
বিডি প্রতিদিন/হিমেল

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর