খুলনা প্রেসক্লাবের সাবেক সভাপতি, একুশে পদকপ্রাপ্ত নির্ভীক সাংবাদিক মানিক চন্দ্র সাহার ১৭তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণসভা অনুষ্ঠিত হয়। শুক্রবার খুলনা প্রেসক্লাবের হুমায়ুন কবীর বালু মিলনায়তনে এ স্মরণসভায় খুলনা প্রেসক্লাবের সভাপতি এস এম জাহিদ হোসেন সভাপতিত্ব করেন। সভা পরিচালনা করেন ক্লাবের সাধারণ সম্পাদক হাসান আহমেদ মোল্লা ।
এর আগে খুলনা প্রেস ক্লাবের নেতৃবৃন্দ, খুলনা সাংবাদিক ইউনিয়নের নেতৃবৃন্দ, রতন সেন পাবলিক লাইব্রেরি, প্রয়াত সাংবাদিক মানিক চন্দ্র সাহার পরিবারের পক্ষ থেকে খুলনা প্রেসক্লাব চত্বরে অবস্থিত শহীদ সাংবাদিক স্মৃতিস্তম্ভে পুস্পস্তবক অর্পণ করে সাংবাদিক মানিক চন্দ্র সাহার প্রতি শ্রদ্ধাঞ্জলি জানানো হয়।
স্মরণসভায় বক্তৃতা করেন- প্রেস ক্লাবের সাবেক সভাপতি মকবুল হোসেন মিন্টু, সাবেক সাধারণ সম্পাদক মল্লিক সুধাংশু, সাংবাদিক নেতা মুন্সি মাহবুব আলম সোহাগ, সোহরাব হোসেন, বিমল সাহা, মাহবুবুর রহমান মুন্না, মাকসুদুর রহমান, মোজাম্মেল হক হাওলাদার, মো: শাহ আলম, আবু তৈয়ব, রকিব উদ্দিন পান্নুু, হুমায়ুন কবীর, আলমগীর হান্নান, দেবব্রত রায়, আব্দুল মালেক, সুনীল কুমার দাস, উত্তম কুমার সরকার, আসাদুজ্জামান খান রিয়াজ, দীলিপ কুমার, প্রয়াত মানিক চন্দ্র সাহা’র ভাই প্রদীপ কুমার সাহা, খুলনা কালেক্টরেট স্কুল এন্ড কলেজের উপাধ্যক্ষ ও মানিক চন্দ্র সাহা’র বাল্য বন্ধু সনজীব ঘোষ।
বিডি প্রতিদিন/হিমেল