১৯ এপ্রিল, ২০২১ ২০:০৯

৪৯ মামলায় ৭৮ হাজার টাকা জরিমানা আদায় করলো ডিএনসিসি

অনলাইন ডেস্ক

৪৯ মামলায় ৭৮ হাজার টাকা জরিমানা আদায় করলো ডিএনসিসি

ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) বিভিন্ন এলাকায় করোনাভাইরাস তথা কোভিড-১৯ এর বিস্তার রোধকল্পে সরকার ঘোষিত নিষেধাজ্ঞা অমান্য করা, লাইসেন্স ব‍্যতীত ও লাইসেন্সের শর্ত ভঙ্গ করে ব‍্যবসা করা, মাস্ক না পড়া এবং স্বাস্থ্য বিধি না মানার কারণে মোবাইল কোর্টে মোট ৪৯টি মামলায় সর্বমোট ৭৭ হাজার ৭৫০ টাকা জরিমানা আদায় করা হয়।

রবিবার নির্বাহী ম‍্যাজিস্ট্রট দ্বারা পরিচালিত মোবাইল কোর্টের মাধ্যমে ডিএনসিসি এলাকার ৭ নম্বর ওয়ার্ডে ৫টি মামলায় ২৭ হাজার টাকা, ১৭ নম্বর ওয়ার্ডে ৬টি মামলায় ৫ হাজার ৮০০ টাকা, ২২ নম্বর ওয়ার্ডে ৬টি মামলায় ৬০০০ টাকা, ৩৪ নম্বর ওয়ার্ডে ১২টি মামলায় ১২ হাজার ৯০০ টাকা, ৩৭ নম্বর ওয়ার্ডে ৬টি মামলায় ৬০০০ টাকা, ৩৯ ও ৪০ নম্বর ওয়ার্ডে ১১টি মামলায় ৮ হাজার ৮৫০ টাকা এবং ৪৬ নম্বর ওয়ার্ডে ৩টি মামলায় ১১ হাজার ২০০ টাকা জরিমানা আদায় করা হয়। এভাবে মোট ৪৯টি মামলায় আদায়কৃত জরিমানার সর্বমোট পরিমাণ ৭৭ হাজার ৭৫০ টাকা।

এসময় সকলকে সরকারের নির্দেশনাসহ স্বাস্থ্য বিধিসমূহ যথাযথভাবে মেনে চলার পরামর্শ দেয়া হয়।

বিডি-প্রতিদিন/বাজিত হোসেন

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর