মহান মে দিবস উপলক্ষে সাভারে ও আশুলিয়ার র্যালি ও আলোচনা সভা করেছেন শ্রমিক সংগঠনের নেতা কর্মীরা। শনিবার সকালে সাভার ও আশুলিয়ার গার্মেন্টস শ্রমিকদের নিয়ে কয়েকটি সংগঠনের নেতা কর্মীরা র্যালি শেষ করে মানববন্ধন করে। আশুলিয়ার জামগড়া বাসস্ট্যান্ড এলাকায় বিক্ষোভ মিছিল নিয়ে আশুলিয়ার প্রেসক্লাবের সামনে মে দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় স্থানীয় শ্রমিক নেতারা বলেন, শ্রমিকদের অধিকার প্রতিষ্ঠায় বর্তমান সরকার কাজ করে যাচ্ছে। এছাড়া শ্রম আইন বিধিমালা প্রণয়নের কাজ চলছে।
শ্রমিক নেতা রফিকুল ইসলাম বলেন, বাংলাদেশের মাটিতে রানা প্লাজার মতো দুর্ঘটনা আর যেন না ঘটে সেজন্য কাজ করছে বর্তমান শ্রমিকবান্ধব সরকার। শ্রমিকদের সার্বিক উন্নয়নে একের পর এক উন্নয়নমূলক কাজ করছে সরকার। এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, অরেবিন্দু বেপারী, ইসলাম হোসেন ঠান্ডু, মহিলা শ্রমিকলীগের নেতাকর্মীসহ আরও অনেকে।
বিডি প্রতিদিন/হিমেল