বিডি প্রতিদিন/এ মজুমদার
শিরোনাম
- ইয়েমেনে মার্কিন বিমান হামলায় নিহত ৬
- কেন্দ্রীয় ব্যাংকের ভুল নীতিতে অর্থনীতির খেসারত
- টেস্ট দলে কেন জায়গা পেলেন না শামি?
- ৩ উইকেট নিয়ে আইপিএলের শেষটা রাঙালেন মুস্তাফিজ
- ইসরায়েলি হামলা চলছেই; প্রাণহানি ছাড়াল ৫৩ হাজার ৯০০
- সাড়ে ৩২ মণ ‘ঠান্ডাভোলা’ মাতাবে কোরবানির হাট
- বাংলাদেশ থেকে সৌদি পৌঁছেছেন ৫৯ হাজার ১০১ হজযাত্রী
- ঈদ যাত্রা: ট্রেনের ৪ জুনের টিকিট মিলছে আজ
- হজে মুসল্লিদের স্বস্তির জন্য সৌদির অনন্য উদ্যোগ
- ভারতে ফের করোনার হানা; কেরালা, দিল্লি ও মুম্বাইতে সতর্কতা জারি
- গাজায় ইসরায়েলি হামলায় নারী চিকিৎসকের ৯ শিশুসন্তান নিহত
- ইউক্রেনজুড়ে রুশ হামলায় নিহত ১৩, আহত অর্ধশতাধিক
- বার্সেলোনাকে হারিয়ে ইউরোপ সেরা আর্সেনালের মেয়েরা
- আনচেলত্তি-মদ্রিচের বিদায়ের ম্যাচে এমবাপ্পের জোড়া গোল
- বাংলাদেশি হামজার স্বপ্নভঙ্গ, প্রিমিয়ার লিগে ফিরল না শেফিল্ড
- শহীদ মিনারে হাসানের জানাজায় ছাত্রনেতারা
- ‘আলী’র বিশ্বজয়, বাংলাদেশি চলচ্চিত্র পেল কানে বিশেষ স্বীকৃতি
- মুস্তাফিজের দারুণ বোলিং, জয় দিয়ে আইপিএল শেষ করল দিল্লি
- আলোচিত আওয়ামী লীগ নেত্রী তুশি আটক
- মেডিকেল ছাত্রের আত্মহনন, সুইসাইড নোটে ‘বিশ্রাম চাই’
টিকিটের টাকা ফেরত দিতে পারছে না পশ্চিমাঞ্চল রেল
নিজস্ব প্রতিবেদক, রাজশাহী:
অনলাইন ভার্সন

করোনার সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় হঠাৎ করে ১০ জুন রাতে রাজশাহী মহানগর এলাকাতে লকডাউন ঘোষণা করেন জেলা প্রশাসক। লকডাউন ঘোষণায় পশ্চিমাঞ্চল রেল কর্তৃপক্ষ রাজশাহী থেকে সব যাত্রীবাহী ট্রেন চলাচল বন্ধ করে দেয়। এরপরই ১১ জুন থেকে ১৪ জুন পর্যন্ত বিক্রি করা ট্রেনের আগাম টিকিটের টাকা ফেরত নিতে ভিড় করেন যাত্রীরা। কিন্তু অর্থ বিভাগের অর্থছাড়ে অপারগতায় সেই টাকা ফেরত দিতে পারছে না রাজশাহী রেল কর্তৃপক্ষ।
এই চলমান লকডাউনের ভিতরও যাত্রীরা টিকিট ফেরত দিতে এসে স্টেশনের কাউন্টার থেকে হতাশ হয়ে বাড়ি ফিরছেন। অপরদিকে প্রতিদিনই যাত্রীদের নানা প্রশ্ন ও বাক্যবাণে পড়তে হচ্ছে রাজশাহী রেল স্টেশনে দায়িত্বে থাকা বুকিং সহকারী, স্টেশন মাস্টার ও অনুসন্ধানে কর্মরত কর্মচারীরা। তবে গত ১৪ জুন থেকে স্টেশনে মাইকিং করা হচ্ছে লকডাউনের পর যাত্রা বাতিলের টিকিটের টাকা ফেরত দেওয়া হবে যাত্রীদের।
রাজশাহী স্টেশনের ম্যানেজার আবদুল করিম বলেন, ‘১০ জুন প্রায় ছয় লাখ টাকা ক্যাশ হাতে থাকায় তা ১১ জুন ভোর থেকে যাত্রীদের দেওয়া হয়েছিল। কাউন্টারের টিকিট বিক্রির টাকা শেষ হয়ে যাওয়ায় বাকি টিকিটের টাকা ফেরত দেওয়া সম্ভব হয়নি। তিনি আরও জানান, তিতুমীর ট্রেনের সব যাত্রীকেই টাকা ফেরত দেওয়া হয়েছে। বনলতা, পদ্ম, টুঙ্গিপাড়া, বরেন্দ্র ও ঢালারচর এক্সপ্রেসের কিছু যাত্রীর টাকাও ফেরত দেওয়া হয়েছে। তবে টাকা শেষ হয়ে যাওয়ায় অধিকাংশ যাত্রীর টাকা ফেরত দেওয়া সম্ভব হয়নি। এখনও প্রায় ৩০ লাখ টাকার মতো ফেরত দিতে হবে যাত্রীদের।
স্টেশনে টিকিটের টাকা ফেরত নিতে আসা যাত্রী ইসমাইল হোসেন জানান, এই লকডাউনেও স্টেশনে এসেছিলাম টিকিটের টাকা ফেরত নিতে। কিন্তু তা পেলাম না। স্টেশন থেকে বলা হচ্ছে টাকা নেই, লকডাউনের পর থেকে টাকা ফেরত দেওয়া হবে। তাই বাধ্য হয়ে ফিরে যেতে হচ্ছে।
পশ্চিম রেলের প্রধান বাণিজ্যিক কর্মকর্তা (সিসিএম) আহসান আলী ভুইঁয়া বলেন, ‘১৩ জুন যাত্রীদের অগ্রিম টিকিটের টাকা ফেরত দেওয়ার কথা ছিল। সেজন্য রাজশাহী রেলওয়ের অর্থবিভাগে ৩০ লাখ টাকা চেয়ে আবেদনও করা হয়েছিল। এতে পশ্চিমাঞ্চল রেলওয়ের জেনারেল ম্যানেজার (জিএম), ডিভিশনাল কমার্শিয়াল অফিসার (ডিসিও), স্টেশন ম্যানেজার তাতে সুপারিশ করি। কিন্তু আইনগত জটিলতা ও অর্থ বিভাগের বাধ্যবাধকতায় কারণ দেখিয়ে সেই আবেদন নাকচ করেন প্রধান অর্থ উপদেষ্টা মসিউর রহমান।’
পশ্চিমাঞ্চল রেলের প্রধান অর্থ উপদেষ্টা মসিউর রহমান বলেন, অর্থ ছাড়ে আইনি জটিলতা থাকায় আবেদন করা অর্থ ছাড় দেওয়া সম্ভব হয়নি। কারণ আবেদন করা ৩০ লাখ টাকার দায়ভার তাকেই বহন করতে হবে।
তিনি বলেন, ‘শুক্রবার ও শনিবার ব্যাংক বন্ধ থাকার কারণেও আমরা টাকা তুলে ফেরত দিতে পারিনি। তাই প্রতিশ্রুতি মোতাবেক টাকাও ফেরত দিতে ব্যর্থ হই। যাত্রীদের টিকিটের টাকা নিয়ে চিন্তার কোনো কারণ নেই।’
এই বিভাগের আরও খবর