৩০ জুলাই, ২০২১ ০৪:৪৯

রক্তধারা ’৭১-এর প্রথম কার্যনির্বাহী কমিটি গঠন

অনলাইন ডেস্ক

রক্তধারা ’৭১-এর প্রথম কার্যনির্বাহী কমিটি গঠন

নাদীম কাদির ও মিজানুর রহমান তালুকদার

মহান মুক্তিযুদ্ধে শহীদদের দ্বিতীয় ও তৃতীয় প্রজন্মকে নিয়ে গঠিত মুক্তিযুদ্ধে শহীদ পরিবারদের সংগঠন রক্তধারা ’৭১ (শহীদদের উত্তরসূরি) এর প্রথম কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। সাংবাদিক নাদীম কাদিরকে সভাপতি ও মো. মিজানুর রহমান তালুকদারকে সাধারণ সম্পাদক করে ২৫ সদস্যবিশিষ্ট এই কমিটি গঠিত হয়।

সংগঠনের সহসভাপতি হিসেবে আছেন ফাহমিদা খানম ও রফিকুল আলম মুকুল। এ ছাড়া যুগ্ম-সাধারণ সম্পাদক শাহীন খান ও ফরিদুজ্জামান, সাংগঠনিক সম্পাদক সৈয়দ সাজ্জাদ হোসেন নিশি, অর্থ সম্পাদক আইয়াজ মো. খান চঞ্চল, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মোহাম্মদ ছাইফুল ইসলাম কবীর, দফতর সম্পাদক রিজিয়া রহমান। একই সঙ্গে রক্তধারা’৭১ এর ৪ সদস্যবিশিষ্ট প্রতিষ্ঠাতা উপদেষ্টা পরিষদ গঠিত হয়। তারা হলেন আরমা দত্ত এমপি, লে. কর্নেল (অব.) কাজী সাজ্জাদ আলী জহির বীর প্রতীক, ড. মেঘনা গুহঠাকুরতা ও সাদি মুহম্মদ তকিউল্লাহ। 


বিডি প্রতিদিন/ ওয়াসিফ

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর