রাজধানীর হাতিরঝিল থানা এলাকা থেকে দুই হাজার পিস ইয়াবাসহ দুই নারীকে গ্রেফতার করা হয়েছে। বৃহস্পতিবার (১২ আগস্ট) রাতে তাদের গ্রেফতার করা করে ঢাকা মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা উত্তরা বিভাগ।
গ্রেফতারকৃতরা হলেন- মোছা. সোমা আক্তার ও মোছা. রওশন আরা। আজ শুক্রবার সকালে গোয়েন্দা উত্তরা বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার বদরুজ্জামান জিল্লু এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি, ওই দুই নারী হাতিরঝিল থানার মধুবাগ এলাকার আলিফ জেনারেল স্টোরের সামনের রাস্তায় ইয়াবা বিক্রির জন্য অবস্থান করছেন। এমন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার রাতে ওই স্থানে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়।
তিনি আরও বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতার হওয়া ওই দুই নারী দীর্ঘদিন ধরে ইয়াবা ব্যবসা ও বিক্রির সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন। তাদের বিরুদ্ধে হাতিরঝিল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ আল সিফাত