২০ অক্টোবর, ২০২১ ২০:৩৬

আমাদের রাষ্ট্রের মর্যাদা ক্ষুন্ন হয়েছে : আ স ম রব

কুমিল্লা প্রতিনিধি

আমাদের রাষ্ট্রের মর্যাদা ক্ষুন্ন হয়েছে : আ স ম রব

জাতীয় সমাজতান্ত্রিক দল (জেএসডি) সভাপতি আ স ম আব্দুর রব বলেন, আসুন জাতি-ধর্ম-বর্ণ ও দল-মত নির্বিশেষে মুক্তিযুদ্ধের চেতনা ধারণ করে দুষ্কৃতিকারীদের বিরুদ্ধে রুখে দাঁড়াই। সারাবিশ্বে আজ আমাদের রাষ্ট্রের মর্যাদা ক্ষুন্ন হয়েছে।

বুধবার কুমিল্লার নানুয়ার দিঘিরপাড় পূজামণ্ডপে সংঘটিত অপ্রীতিকর ঘটনাস্থল পরিদর্শন শেষে তিনি এসব কথা বলেন। 

তিনি বলেন, আজ জাতিসংঘ থেকে বলা হয়েছে বাংলাদেশের হিন্দুদের রক্ষা করো। কেন আমরা কি মরে গেছি। কোথায় আমরা। কোথায় আমাদের মানুষ। এই জন্যে তো মুক্তিযুদ্ধ করি নাই।

পরে তিনি শহরের কাপড়িয়াপট্টি চাঁন্দমনি রক্ষাকালী মন্দির পরিদর্শনে যান। এসময় তার সঙ্গে ছিলেন জাতীয় সমাজতান্ত্রিক দল (জেএসডি) সহ-সভাপতি তানিয়া রব, কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাড. বেলাল, অ্যাড. বিকাশ চন্দ্র সাহা, বাংলাদেশ সুপ্রীম কোর্টের সাবেক জেলা ও দায়রা জজ সা কা ম আনিছুর রহমান প্রমুখ।  

বিডি প্রতিদিন/আরাফাত

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর