৬ জুলাই, ২০২২ ১৫:২৯

গ্রামীণ টেলিকমের কর্মচারী ইউনিয়নের সভাপতি-সম্পাদক গ্রেফতার

অনলাইন ডেস্ক

গ্রামীণ টেলিকমের কর্মচারী ইউনিয়নের সভাপতি-সম্পাদক গ্রেফতার

সংগৃহীত ছবি

গ্রামীণ টেলিকম কর্মচারী ইউনিয়নের সভাপতি মো. কামরুজ্জামান (৩৭) ও সাধারণ সম্পাদক মো. ফিরোজ মাহমুদ হাসানকে (৪২) গ্রেফতার করেছে মহানগর পুলিশের (ডিবি) গোয়েন্দা শাখা।

তাদের বিরুদ্ধে গ্রামীণ টেলিকম কর্তৃপক্ষ এবং আইনজীবী ও কতিপয় টেলিকম সিবিএ নেতার যোগসাজশে তড়িঘড়ি করে শতাধিক মামলা থেকে গ্রামীণ টেলিকমকে ইনডেমনিটি দেওয়ার জন্য বিশ্বাসভঙ্গ, প্রতারণা ও অর্থ আত্মসাতের অভিযোগ রয়েছে।

গতকাল মঙ্গলবার বিকেলে তাদের গ্রেফতার করা হয়।

এ বিষয়ে ডিবি গুলশান বিভাগের অতিরিক্ত উপ-কমিশনার (এডিসি) রেজাউল হক রেজা  জানান, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে ডিবি-গুলশান বিভাগ মামলাটি তদন্তের দায়িত্ব পায়। তদন্তের ধারাবাহিকতায় তাদের গ্রেফতার করা হয়।

আদালত গ্রেফতার দু’জনের সাত দিনের রিমান্ড মঞ্জুর করেছেন বলেও জানান এডিসি রেজাউল হক।

গত ৪ জুলাই গ্রামীণ টেলিকম কর্মচারী এবং টেলিকম ইউনিয়নের অর্থ সম্পাদক মোহাম্মদ আকতারুজ্জামান মিরপুর মডেল থানায় এ সংক্রান্ত একটি মামলা দায়ের করেন।

মামলায় অভিযোগ করা হয়, গ্রামীণ টেলিকম প্রতিষ্ঠানটিতে বিভিন্ন সময়ে নিয়োজিত শ্রমিক কর্মচারীদের স্থায়ীকরণ না করে চুক্তিভিত্তিক নিয়োগ ক্রমাগত নবায়ন করে।

বিডি-প্রতিদিন/বাজিত হোসেন

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর