রাজধানীর টিকাটুলি এলাকায় রাস্তা পারাপারের সময় বাসের ধাক্কায় আব্দুল মোতালেব (৬৫) নামে এক বাক ও শ্রবণ প্রতিবন্ধী ব্যক্তি নিহত হয়েছেন। শনিবার সন্ধ্যা সাতটার দিকে এ দুর্ঘটনা ঘটে বলে জানান নিহতের ভাতিজা সজিব আহমেদ।
তিনি জানান, টিকাটুলি এলাকায় রাস্তা পার হওয়ার সময় বাসের ধাক্কায় আমার চাচা গুরুতর আহত হন। পরে তাকে আহত অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক রাত ৮টার দিকে মৃত ঘোষণা করেন।
সজিব আহমেদ বলেন, শুক্রবার আমার চাচাতো বোনের বিয়ে হয়েছে। আজ বৌভাতের অনুষ্ঠান ছিলো। অনুষ্ঠান শেষে চাচা আমাদের গ্রামেরে বাড়ি নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ের পাকুন্দায়ার উদ্দেশ্যে যাচ্ছিলেন। এসময় টিকাটুলি এলাকায় রাস্তা পার হওয়ার সময় একটি বাস তাকে ধাক্কা দিয়ে চলে যায়।
গণমাধ্যমকে এ খবর নিশ্চিত করেছেন কা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) বাচ্চু মিয়া। তিনি বলেন, মরদেহটি হাসপাতালের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে জানানো হয়েছে।
বিডি-প্রতিদিন/শফিক