দেশে নগরের নিম্মবিত্ত, প্রান্তিক ও বস্তিবাসীদের আবাসন এলাকায় শিশুদের বেড়ে উঠার জন্য প্রয়োজনীয় খেলার মাঠ, বিনোদনের সুযোগ ও কমিউনিটি সুবিধা অপ্রতুল। আবার যেসব এলাকায় যতটুকুই খেলার জায়গা আছে, সেটাও যথাযথ নকশা, পরিচর্যা, উন্নয়ন ও রক্ষণাবেক্ষণের অভাবে বেহাল অবস্থায় পড়ে আছে। ফলে বস্তি এলাকার শিশুরা ধূলাধূসর মাঠে খেলাধূলা করে স্বাস্থ্যগত ঝূঁকির সম্মুখীণ হচ্ছে। আবার বিশালসংখ্যক শিশুদের খেলাধূলার সুযোগের অভাবে শারিরীক-মানসিক বিকাশের সুযোগ ব্যাহত হচ্ছে। এদের অনেকেই বিভিন্ন ধরনের অপরাধের সাথে যুক্ত হচ্ছে।
শনিবার ইনস্টিটিউট ফর প্ল্যানিং এন্ড ডেভেলপমেন্ট (আইপিডি) এবং সেভ দ্য চিলড্রেন আয়োজিত বাউনিয়াবাধ পুনর্বাসন প্রকল্প এলাকার ‘ব্লক এ’ কমিউনিটি সেন্টারে ‘স্বল্পবিত্ত কমিউনিটির শিশুদের খেলার সুযোগ ও নাগরিক সুবিধার মানোন্নয়নে করণীয়’ শীর্ষক মতবিনিময় সভায় বক্তারা এসব কথা বলেন।
তারা বলেন, ঢাকা নগরীসহ বাংলাদেশের নগর এলাকায় ব্যয়বহুল বহু প্রকল্প হচ্ছে, অথচ আন্তরিক সদিচ্ছা থাকলে কার্যকর উদ্যোগের মাধ্যমে স্বল্প ব্যয়েই এই সকল প্রান্তিক শিশুদের জন্য কমিউনিটি এলাকায় মানসম্মত খেলার মাঠ ও কমিউনিটি সুবিধার সুযোগ তৈরী করা সম্ভব। এজন্য সরকারী-বেসরকারী ও কমিউনিটিভিত্তিক সংস্থাসমূহের সমন্বিত ও কার্যকর উদ্যোগ প্রয়োজন।
সভায় আইপিডি’র নির্বাহী পরিচালক পরিকল্পনাবিদ অধ্যাপক ড.আদিল মুহাম্মদ খান, পরিকল্পনাবিদ অধ্যাপক আকতার মাহমুদ, আরবান রেসিলিয়েন্স পোগ্রামের সিনিয়র অফিসার ওবাইদুল ইসলাম, দক্ষিণ কোরিয়ার আবাসন বিশেষজ্ঞ হিউয়েন কাউন ও ড. ফরহাদুর রেজা বক্তব্য দেন।
বিডি প্রতিদিন/হিমেল