নারায়ণগঞ্জ ছাত্রলীগের কর্মীসভায় অনুষ্ঠানস্থলে দর্শক সারিতে বসেছেন নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য শামীম ওসমান। এই প্রথম কোনো রাজনৈতিক অনুষ্ঠানস্থলে শামীম ওসমানকে দেখা গেল দর্শক সারিতে। অন্যদিকে মঞ্চে উঠে বক্তব্য দিচ্ছেন ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক। এছাড়া শামীম ওসমান পুত্র ইমতিনান অয়নও মঞ্চে অতিথি হিসেবে বক্তব্য দেন।
শনিবার বিকেলে নারায়ণগঞ্জ শহরের অক্টোফিস ওসমানী স্টেডিয়ামে কেন্দ্রীয় ছাত্রলীগের ঘোষিত কর্মসূচি ‘স্মার্ট বাংলাদেশ’ অনুষ্ঠানে এমন দৃশ্য দেখা যায়। অনুষ্ঠানের উদ্যোগ ও আয়োজন সম্পন্ন করেন নারায়ণগঞ্জ জেলা ও মহানগর ছাত্রলীগ।
সরেজমনি ঘুরে দেখা যায়, পুরো অনুষ্ঠানে নারায়ণগঞ্জের শীর্ষ আওয়ামী লীগ নেতারা বসেছিলেন দর্শক সারিতে। এ সময় তাদের সাথে বসা ছিলেন এমপি শামীম ওসমান। আর মঞ্চে অতিথির সারিতে ছিলেন ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সভাপতি সাদ্দাম হোসেন, সাধারণ সম্পাদক শেখ ওয়ালি আসিফ ইনান, নারায়ণগঞ্জ ছাত্রলীগ নেতা কায়সার আহমেদ ও হাবিবুর রহমান রিয়াদসহ প্রমুখ।
উপস্থিত নেতাকর্মীরা জানান, এমপি শামীম ওসমানকে জেলার কোনো বৃহৎ রাজনৈতিক অনুষ্ঠানে প্রথম কোনো দর্শক সারিতে দেখা গেল। এছাড়া এখানে আরেকটি ব্যতিক্রম ছিল এমপি শামীম ওসমান দর্শক সারিতে, আর তার পুত্র ইমতিনান অয়ন ওসমান মঞ্চে অতিথি হিসেবে বক্তব্য দিচ্ছিলেন।
এদিকে সভার আগে দুপুর ১টায় নারায়ণগঞ্জ রাইফেল ক্লাবে এক প্রতিক্রিয়ায় নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য শামীম ওসমান বলেছিলেন, আজকের অনুষ্ঠানে আমরা মঞ্চে নয়, দর্শক সারিতে থাকার ইচ্ছা পোষণ করেছি। আর দর্শক সারিতে থেকে দেখতে চাই, বর্তমান প্রজন্ম ছাত্রলীগ ও তরুণরা কীভাবে আগামীতে প্রধানমন্ত্রীর স্মার্ট বাংলাদেশ গড়তে এগিয়ে যাবে। আমরা মূলত আজকে দর্শক।
বিডি প্রতিদিন/এমআই