৮ এপ্রিল, ২০২৩ ১৩:০১

যাত্রাবাড়ীতে গাড়ি চাপায় রিকশা চালক নিহত

অনলাইন ডেস্ক

যাত্রাবাড়ীতে গাড়ি চাপায় রিকশা চালক নিহত

প্রতীকী ছবি

রাজধানীর যাত্রাবাড়ীর বিবির বাগিচা দুই নং গেট এলাকায় অজ্ঞাত গাড়ির চাপায় মো. নূরুল ইসলাম (৪৫) নামের এক রিকশাচালক নিহত হয়েছেন। শুক্রবার (৭ এপ্রিল) দিবাগত রাত ৩টার দিকে এ দুর্ঘটনা ঘটে। পরে গুরুতর আহত অবস্থায় পথচারীরা তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক ভোরের দিকে তাকে মৃত ঘোষণা করেন।

জানা গেছে, যাত্রাবাড়ীর বিবির বাগিচা ২নং গেট এলাকায় রিকশা চালিয়ে যাওয়ার সময় দ্রুতগামী একটি অজ্ঞাতনামা গাড়ি তাকে চাপা দিয়ে পালিয়ে যায়। তিনি যাত্রাবাড়ীর বিবির বাগিচা এলাকায় থাকতেন। তার বাড়ি কুমিল্লা জেলার বরড়া থানার কালিকাপুর গ্রামে। তিনি মৃত আব্দুর রশিদ মিয়ার সন্তান ছিলেন।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া বলেন, ভোর রাতে আহত অবস্থায় এক ব্যক্তিকে হাসপাতালের জরুরি বিভাগের নিয়ে আসা হয়েছিল। পরে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তার মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে।

বিডি প্রতিদিন/হিমেল

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর