ঢাকার ধামরাই পৌরসভার উদ্যোগে রবিবার ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। পৌর ভবন চত্বরে এ আয়োজন করেন পৌরসভার মেয়র গোলাম কবির।
এতে উপস্থিত ছিলেন স্থানীয় এমপি বেনজীর আহমদ, পৌরসভার মেয়র ও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গোলাম কবির, উপজেলা নির্বাহী কর্মকর্তা হোসাইন মোহাম্মদ হাই জকী ও উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট সোহানা জেসমিন মুক্তা।
আরও উপস্থিত ছিলেন ধামরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমান, বিভিন্ন মসজিদের ইমাম, বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলর, বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান, পৌরসভার সচেতন ব্যক্তি ও সাংবাদিকসহ অনেকে।বিডি প্রতিদিন/এমআই