২৪ এপ্রিল, ২০২৩ ২১:১৯

রাজধানীর তুরাগে মিলল নিখোঁজ নারীর মরদেহ

অনলাইন ডেস্ক

রাজধানীর তুরাগে মিলল নিখোঁজ নারীর মরদেহ

প্রতীকী ছবি

রাজধানী তুরাগ দিয়াবাড়ি এলাকা থেকে মালা বেগম (৫০) নামে এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তারা বলছে, উদ্ধারের সময় ওই নারীর ডান পা ভাঙা ছিল। সোমবার রাতে গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন তুরাগ থানা উপ-পরিদর্শক (এসআই) উপমা কুণ্ড।

তিনি জানান, দুপুরের দিকে তুরাগ দিয়াবাড়ির ১৬ নম্বর সেক্টরের ৩/এ রোডের পাকা রাস্তার পাশ থেকে ওই নারীর মরদেহ উদ্ধার করা হয়েছে। মরদেহের পাশে থাকা মোবাইল থেকে তার নাম মালা বেগম বলে জানা গেছে। তিনি রাজধানীর দক্ষিণখান আটিপাড়া এলাকায় থাকতেন।

তিনি আরও জানান, তার মেয়ে স্বামীর সঙ্গে চট্টগ্রামে আর ছেলে বাগেরহাটে থাকেন। তাদের সঙ্গে যোগাযোগ করে জানা গেছে, ঈদের দিন থেকে তিনি নিখোঁজ ছিলেন। তার মৃত্যুর বিষয়ে তদন্ত করে দেখা হচ্ছে। মরদেহ শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

বিডি-প্রতিদিন/শফিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর