রাজধানীর মগবাজার এলাকায় অভিযান চালিয়ে ৫০ বোতল ফেনসিডিলসহ দুই বিক্রেতাকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা (ডিবি) মতিঝিল বিভাগ।
বুধবার তাদের গ্রেফতারের বিষয়টি জানান ডিবি মতিঝিল বিভাগের সহকারী পুলিশ কমিশনার (এসি) মো. এরশাদুর রহমান।
গ্রেফতাররা হলেন- পরশ ওরফে দুমাসু ও মো. জাহিদ ওরফে হানিফ।
এসি মো. এরশাদুর রহমান জানান, দু’জন মাদক বিক্রেতা মগবাজার এলাকায় ফেন্সিডিল বিক্রির জন্য অবস্থান করছে এমন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে পরশ ও জাহিদকে গ্রেফতার করা হয়। তাদের বিরুদ্ধে হাতিরঝিল থানায় একটি মামলা দায়ের করা হয়েছে বলেও জানান তিনি।
বিডি প্রতিদিন/এএম