১ জুন, ২০২৩ ০৬:০৯

কোটি টাকার কাবিন করায় স্ত্রীকে হত্যার পর মাটিচাপার অভিযোগ

অনলাইন ডেস্ক

কোটি টাকার কাবিন করায় স্ত্রীকে হত্যার পর মাটিচাপার অভিযোগ

প্রতীকী ছবি

রাজধানীর দক্ষিণখানের দক্ষিণ পাড়া এলাকা থেকে বুধবার রাতে আফরোজা আক্তার (৪২) নামের এক নারীর মরদেহ উদ্ধার করে পুলিশ। কোটি টাকা কাবিন ধার্য করায় আফরোজাকে তাঁর স্বামী আশরাফুল হত্যা করেছেন বলে অভিযোগ উঠেছে।

দক্ষিণখান থানার উপপরিদর্শক (এসআই) রেজিয়া খাতুন এসব তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘প্রাথমিকভাবে জানা গেছে, আশরাফুল নামের এক ব্যক্তির চতুর্থ স্ত্রী আফরোজা আক্তার।

গত রবিবার আফরোজাকে হত্যা করে বাসার পাশে মাটিচাপা দিয়ে আশরাফুল কানাডায় পালিয়ে গেছেন।
 
আফরোজার গ্রামের বাড়ি নীলফামারীর ডোমার উপজেলায় এবং আশরাফুল দক্ষিণখানেরই বাসিন্দা। আফরোজা নিখোঁজ থাকার কারণে তার পরিবারের পক্ষ থেকে থানায় একটি জিডি করা হয়। জিডির অনুসন্ধানে নেমে কানাডায় থাকা আফরোজার স্বামীর সঙ্গে ভিডিও কলে কথা বলে তার দেওয়া তথ্য মতে, মাটিচাপা দেওয়া অবস্থায় মরদেহটি উদ্ধার করে পুলিশ।

তিনি আরো বলেন, ‘এক মাস আগে আফরোজার সঙ্গে আশরাফুলের বিয়ে হয়। কাবিনের টাকা ধার্য করা হয় এক কোটি টাকা। এ কারণেই আশরাফুল রাগ করে মাথায় বঁটি দিয়ে আঘাত করে আফরোজাকে হত্যার পর বাসার পাশেই মরদেহ মাটিচাপা দিয়ে পালিয়ে যান।’

বিডি প্রতিদিন/জুনাইদ আহমেদ

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর