১ জুন, ২০২৩ ১৬:৪০

বরিশালে বিশ্ব দুগ্ধ দিবসে আলোচনা সভা-র‌্যালি

নিজস্ব প্রতিবেদক, বরিশাল


বরিশালে বিশ্ব দুগ্ধ দিবসে
আলোচনা সভা-র‌্যালি

বিশ্ব দুগ্ধ দিবস উপলক্ষ্যে বরিশালে আলোচনা সভা এবং র‌্যালি অনুষ্ঠিত হয়েছে। ‘টেকসই দুগ্ধ শিল্প, সুস্থ মানুষ সবুজ পৃথিবী’ স্লোগান নিয়ে বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টায় সার্কিট হাউজের সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। 

জেলা প্রশাসন ও জেলা প্রাণি সম্পদ কার্যালয়ের উদ্যোগে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন বিভাগীয় কমিশনার মো. আমিন-উল আহসান। জেলা প্রশাসক মো. জাহাঙ্গীর হোসেনের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি ছিলেন প্রাণিসম্পদ কার্যালয়ের বিভাগীয় পরিচালক ডা. মো. আব্দুস সবুর, জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. নুরুল আলম এবং অতিরিক্ত পুলিশ সুপার ফরহাদ সরদার। বক্তারা সুস্থ সবল থাকতে দুধের গুরুত্ব তুলে ধরেন। দুগ্ধ শিল্প টিকিয়ে রাখতে নানা কর্ম পরিকল্পনার কথা বলেন তারা। এর আগে সার্কিট হাউজ চত্ত্বর থেকে একটি র‌্যালি বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। 

বিডি প্রতিদিন/এএ

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর