৩ জুন, ২০২৩ ২১:৩৮

রাজধানীতে ট্রেনে কাটা পড়ে যুবকের মৃত্যু

অনলাইন ডেস্ক

রাজধানীতে ট্রেনে কাটা পড়ে যুবকের মৃত্যু

প্রতীকী ছবি

রাজধানী তেজগাঁওয়ে ট্রেনে কাটা পড়ে এক যুবকের মৃত্যু হয়েছে। শনিবার দুপুরে এ দুর্ঘটনা ঘটে।

নিহতের নাম মৌমতাজ ফকির (৩৫)। তিনি কারওয়ান বাজারে মাছের আড়তে পানি বিক্রি করতেন। তিনি ফরিদপুর সদর জেলার মানাইর চর গ্রামের মৃত আজিজ ফকিরের ছেলে। মগবাজার আমবাগান এলাকায় ভাড়া থাকতেন তিনি।

বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা রেলওয়ে থানা পুলিশের সহকারী উপ-পরিদর্শক (এএসআই) ইকবাল হোসেন।

তিনি বলেন, দুর্ঘটনার খবর পেয়ে আমরা তেজগাঁও কাঠপট্টি এলাকা থেকে ওই যুবকের মরদহ উদ্ধার করি। একজনের কাছ থেকে জানতে পারি, মৌমতাজ ফকির রেললাইনের ওপর দিয়ে হেঁটে যাচ্ছিলেন। তখন তেজগাঁও থেকে ট্রেনের একটি ইঞ্জিন কমলাপুরের দিকে যাওয়ার সময় তিনি ট্রেনে কাটা পড়েন। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। প্রথমে আমরা অজ্ঞাত হিসেবে তার মরদেহ উদ্ধার করি। পরে তার পরিচয় পাওয়া যায়।  

পরিবারের অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই মরদেহ স্বজনের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানান তিনি।

বিডি প্রতিদিন/জুনাইদ আহমেদ

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর