১৪ অক্টোবর, ২০২৩ ২১:৩৪

তিস্তা মহাপরিকল্পনার প্রথম ধাপের কাজ উদ্বোধনের দাবি

নিজস্ব প্রতিবেদক, রংপুর

তিস্তা মহাপরিকল্পনার প্রথম ধাপের কাজ উদ্বোধনের দাবি

তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে প্রথম ধাপের কাজ উদ্বোধনের দাবিতে রংপুরে মানববন্ধন সমাবেশ করেছে 'তিস্তা বাঁচাও, নদী বাঁচাও সংগ্রাম পরিষদ'। শনিবার দুপুরে প্রেসক্লাব প্রাঙ্গণে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। 

মানববন্ধনে সংগঠনের সভাপতি নজরুল ইসলাম হক্কানীর সভাপতিত্বে বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক শফিয়ার রহমান, স্টাডিং কমিটির সদস্য সাদিকুল ইসলাম, বখতিয়ার হোসেন শিশির, মনোয়ারুল ইসলাম, আব্দুর রাজ্জাক, দেলোয়ার হোসেনসহ অন্যরা। 

তিস্তা বাঁচাও, নদী বাঁচাও সংগ্রাম পরিষদ সভাপতি নজরুল ইসলাম হক্কানী বলেন, বৈশ্বিক মন্দার কারণে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন ধাপে ধাপে করার প্রস্তাব করছি। সরকারের আন্তরিক স্বদিচ্ছা থাকলেও জলবায়ু বাজেট থেকে প্রথম ধাপে অর্থ বরাদ্দ দিতে পারে। শত বছরের উন্নয়ন বৈষম্যের শিকার এ জনপদকে উন্নয়নের মহাসড়কে সম্পৃক্ত করতে তিস্তা মহাপরিকল্পনাই যথেষ্ট। ৫ বছর মেয়াদী এ প্রকল্প বাস্তবায়নে প্রথম ধাপে প্রায় ২ হাজার কোটি টাকা লাগবে। প্রধানমন্ত্রীর আনুষ্ঠানিক উদ্বোধনের অপেক্ষায় উত্তরের লাখো মানুষ চেয়ে আছে। আমরা চাই অবিলম্বে বহুল কাঙ্খিত এ কাজ শুরু হোক।

বিডি প্রতিদিন/হিমেল

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর