১৩ নভেম্বর, ২০২৩ ২০:৩৪

‘কারার ঐ লৌহ কপাট’ গেয়ে সুর বিকৃতির প্রতিবাদ কুমিল্লায়

কুমিল্লা প্রতিনিধি

‘কারার ঐ লৌহ কপাট’ গেয়ে সুর বিকৃতির প্রতিবাদ কুমিল্লায়

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ‘কারার ঐ লৌহ কপাট’ গানের সুরকে বিকৃতির প্রতিবাদ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে কুমিল্লায়। 

সোমবার বিকেলে নগরীর কান্দিরপাড় নগর মিলনায়তনের গেইটে এই সমাবেশের আয়োজন করা হয়। 

শিশু-কিশোর যুব উন্নয়ন সামাজিক সাংস্কৃতিক ও নাট্য সংগঠন সংলাপের আয়োজনে প্রতিবাদ জানান কুমিল্লার সাংস্কৃতিক ব্যক্তিত্বরা। এ সময় নজরুলের গান-কবিতায় প্রতিবাদের আওয়াজ তোলেন তারা। 

উল্লেখ্য-ভারতীয় সিনেমা ‘পিপ্পা’য় ভারতীয় খ্যাতনামা সঙ্গীত শিল্পী এ আর রহমানের সুর করা গানে নজরুলের ‘কারার ঐ লৌহ কপাট’ গানটির সুর বিকৃতির নিন্দা জানানো হয় সমাবেশে। 

সমাবেশে উপস্থিত ছিলেন বিশিষ্ট নজরুল গবেষক ড. আলী হোসেন চৌধুরী, সংলাপ কুমিল্লার সভাপতি শাহজাহান চৌধুরী, আলোকিত বজ্রপুরের সংগঠক মো. রফিকুল ইসলাম সোহেল, জেলা কালচারাল অফিসার আয়াজ মাবুদ, কবি নজরুল ইনস্টিটিউটের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা মো. আল আমিন, কালচারাল কমপ্লেক্সের সাধারণ সম্পাদক শেখ ফরিদ আহমেদ, কুমিল্লা কলেজ থিয়েটারের প্রচার সম্পাদক মুইন উদ্দিন খান ও লাকসাম নাট্যজংশন দলপ্রধান জিএমএস রুবেল প্রমুখ।

বিডি-প্রতিদিন/বাজিত

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর