রাজধানীর গুলিস্তানের জিরো পয়েন্টে সড়ক দুর্ঘটনায় এক যুবক নিহত হয়েছেন। সোমবার রাত সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটে।
পুলিশের ধারণা, ওই যুবক ভবঘুরে প্রকৃতির। তাকে মারাত্মক আহত অবস্থায় পল্টন থানা পুলিশ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে চিকিৎসক রাত ১২টার দিকে মৃত ঘোষণা করেন।
পল্টন থানার উপ-পরিদর্শক (এসআই) মোহাম্মদ আলী গণমাধ্যমকে বলেন, রাতে গুলিস্তান জিরো পয়েন্টে একটি সড়ক দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে যাই। সেখানে ওই যুবককে আহত অবস্থায পড়ে থাকতে দেখি। পরে দ্রুত ঢাকা মেডিকেলে নিয়ে গেলে মারা যায়।তিনি আরও বলেন, ওই যুবকের পরিচয় পাওয়া যায়নি। তবে ভবঘুরে প্রকৃতির বলে ধারণা করা হচ্ছে। রাতে জিরো পয়েন্টে কোনো এক যানবাহনের চাপায় মারা যায় সে। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা আছে।
বিডি-প্রতিদিন/শফিক