জাতিসংঘের অধীনে নির্বাচন দাবি করেছে পেশাজীবী গণতান্ত্রিক জোট। আজ সোমবার সরকারের পদত্যাগ এবং পুতুল নির্বাচন কমিশনের পদত্যাগের দাবিতে সমমনা পেশাজীবী গণতান্ত্রিক জোটের উদ্যোগে অবরোধ সফল করার লক্ষ্যে মিছিল অনুষ্ঠিত হয়। মিছিলটি জাতীয় প্রেসক্লাবের সামনে থেকে পল্টন এবং নাইটিঙ্গেল মোড় হয়ে পুনরায় জাতীয় প্রেসক্লাবের সামনে এসে সংক্ষিপ্ত সমাবেশ শেষ হয়।
সমাবেশ শেষে জোটের প্রধান সমন্বয়কারী মুহাম্মাদ সাইদুর রহমান বলেন, ' শেখ হাসিনার অধীনে নির্বাচন মানি না, জাতিসংঘের অধীনে নির্বাচন দিতে হবে।'
সমাবেশে আরও বক্তব্য রাখেন অ্যাডভোকেট মাঈনুদ্দীন মজুমদারসহ জোটের শীর্ষ নেতৃবৃন্দ।
বিডি প্রতিদিন/আরাফাত