রাজধানীর লালবাগে মাহিনুর আক্তার ঝুমুর (২৮) নামে এক গৃহবধূ মারা গেছেন। বুধবার সন্ধ্যায় তার স্বজনরা দরজার ছিটকানি ভেঙ্গে তাকে ঝুলন্ত অবস্থা থেকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
সত্যতা নিশ্চিত করেন ঢামেক হাসপাতাল পুলিশ ফাড়ির সহকারী উপপরিদর্শক (এএসআই) মো: মাসুদ মিয়া। তিনি বলেন, মৃতদেহটি ময়নাতদন্তের জন্য ঢামেক মর্গে রাখা হয়েছে।
মৃতার ভগ্নিপতি ইউসুফ আলী জানিয়েছেন, মৃতার স্বামী আলামিন পেশায় লেগুনা চালক, তাদের একমাত্র ছেলে ইসমাইল (৭) মাদ্রাসার শিক্ষার্থী। ঘটনার সময় তারা কেউ বাসায় ছিলেন না। একই এলাকায় আশপাশে মৃতার মা বেগম, বড় বোন নুপুর থাকেন।
তিনি বলেন, মৃতার মা, মাহিনুরকে তার বাসায় যেতে বলেছিলেন, সে না আসায় তিনি তার বাসায় যান। দরজা বন্ধ দেখে ডাকাডাকি করে কোন শব্দ না পেয়ে, আশপাশের লোকজনের সহযোগিতায় ছিটকানি ভেঙ্গে তাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। পরে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসা হয়।
বিডি প্রতিদিন/এএ