রাজধানীর যাত্রাবাড়ী এলাকায় মেয়র হানিফ ফ্লাইওভারের নিচে দুই বাসের চাপায় মো. ইমরান (৪০) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। নিহত ইমরান একটি পরিবহনের লাইনম্যান হিসেবে কাজ করতেন।
শুক্রবার সকাল সাড়ে দশটার দিকে এ দুর্ঘটনা ঘটে। এতে ইমরান গুরুতর আহত হন। তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক বেলা সাড়ে ১১টার দিকে মৃত ঘোষণা করেন।
নিহতের স্ত্রী সুমি আক্তার জানান, ইমরান কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলার পানার গ্রামের সালেক ভূঁইয়ার সন্তান। কর্মসূত্রে যাত্রাবাড়ী এলাকায় ভাড়া বাসায় বসবাস করতেন।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া গণমাধ্যমকে জানান, মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানায় অবগত করা হয়েছে।
বিডি-প্রতিদিন/শফিক