ময়মনসিংহ সিটি করপোরেশন নির্বাচনে শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ চলছে। তবে ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) নিয়ে জটিলতায় ভোটে ধীরগতি রয়েছে। এতে বেলা ১১টা পর্যন্ত ১৪ শতাংশ ভোট পড়েছে বলে জানিয়েছেন সহকারী রিটার্নিং কর্মকর্তা মো. হাবিবুর রহমান। এই জটিলতা নিরসনে কাজ করছে নির্বাচন কমিশনের টেকনিক্যাল টিম। বিষয়টি নিশ্চিত করেছেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট দিদারে আলম মো. মাকসুদ চৌধুরী।
বিভিন্ন কেন্দ্র ঘুরে দেখা যায়, ইভিএম মেশিনে বেশ কয়েকজন নারীর আঙুলের ছাপ ঠিকমতো না ওঠায় তারা ভোট দিতে গিয়ে বিড়ম্বনায় পড়তে হয়েছে। পরে জাতীয় পরিচয়পত্র এনে তাদের ভোট দিতে বলা হয়েছে। এছাড়াও বয়স্ক পুরুষদের ইভিএম নিয়ে ধারণা না থাকায় ভোট দিয়ে গিয়ে বেশি সময় নিচ্ছেন। তবে মিশ্র প্রতিক্রিয়াও রয়েছে। অনেক ইভিএমে ভোট খুবই সহজ বলেও মন্তব্য করেছেন।
সকালে মহাকালী গার্লস স্কুল ও কলেজ কেন্দ্রে উৎসবমুখর পরিবেশে নারী ভোটারদের ভোট দিতে দেখা গেছে। এ প্রতিষ্ঠানটিতে নারীদের জন্য দু'টি কেন্দ্রের ব্যবস্থা রয়েছে। একটি কেন্দ্রে ভোটার ১৫৬০ জন, অপর কেন্দ্রে ২৪৬০ জন। আগ্রহ নিয়ে ভোটকেন্দ্রে আসেন নারী ভোটাররা। তবে ইভিএম মেশিনে অনভ্যস্ত ভোটারদের ভোট দিতে সময় বেশি লাগছে। অনেকের আঙ্গুলের ছাপ না মেলায় ভোটগ্রহণে ধীরগতি দেখা দেয়।
সকাল সাড়ে ৮টায় নগরীর প্রিমিয়ার আইডিয়াল স্কুল কেন্দ্রে ভোট দিতে যান কালিবাড়ী এলাকার বাসিন্দা মাহমুদা খাতুন। তিনি বলেন, ভোট দিতে গিয়ে বিড়ম্বনায় পড়তে হয়। মেশিনে আঙুলের ছাপ উঠেনি। দায়িত্বরত লোকজন বলেছেন, বাড়ির কাজ করার কারণে আঙুলের এমনটি হয়েছে। জাতীয় পরিচয়পত্র এনে আমাকে ভোট দিতে বলা হয়েছে। একই কথা বলেন আরেক ভোটার রাহেলা খাতুন।
ইভিএম নিয়ে ভোগান্তির কথা জানালেন সদ্য সাবেক মেয়র ইকরামুল হক। ভোট দিতে তাকেও একাধিকবার আঙ্গুলের ছাপ দিতে হয়েছে। তিনি বলেন, ইভিএম নিয়ে ভোগান্তির কথা শুনছি। অনেকের আঙুলের ছাপ মিলছে না। ভোটারদের যেন বারবার ঘুরতে না হয়। বিড়ম্বনা হলে ভোটাররা কেন্দ্রে আসবেন না। তাই কেউ যেন ভোট না দিয়ে ফিরে না যায়, এই বিষয়টি নিশ্চিত করার অনুরোধ করছি সংশ্লিষ্টদের।
এ সময় তিনি আরও বলেন, ভোটের পরিবেশ ও আইনশৃঙ্খলা পরিস্থিতি সন্তোষজনক। ভোট কেন্দ্রগুলোতে ভোটার উপস্থিতিও ভালো। দীর্ঘদিন মানুষের জন্য কাজ করায় এবং প্রচারণায় মানুষের সাড়া দেখে এইটুকু বুঝতে পারছি, এবার টেবিল ঘড়ি প্রতীক বিপুল ভোটের ব্যবধানে বিজয়ী হবে।
হাতি প্রতীকের আরেক মেয়রপ্রার্থী সাদেকুল হক খান মিল্কী টজু বলেন, ইভিএমে ভোট নিয়ে ধীরগতির এই সমস্যা পুরোনো। এটি মেনেই ভোট হচ্ছে।
আর ঘোড়া প্রতীকের মেয়র প্রার্থী এহতেসামুল আলম জানিয়েছেন, যারা অশিক্ষিত তাদের জন্য ইভিএম একটা জটিল পদ্ধতি। নির্বাচন কমিশনের ইভিএম নিয়ে আরও প্রচারণার দরকার ছিল। এছাড়া নির্বাচন নিয়ে এখন পর্যন্ত কোনো অভিযোগ নেই। উৎসব মুখর পরিবেশেই ভোট গ্রহণ অনুষ্ঠিত হচ্ছে ফলাফল যাই হোক আমি মেনে নিবো।
সিটি করপোরেশনের ৩৩টি ওয়ার্ডে মোট ভোটার তিন লাখ ৩৬ হাজার ৪৯৬ জন। এর মধ্যে পুরুষ ভোটার এক লাখ ৬৩ হাজার ৮৭২ এবং নারী ভোটার এক লাখ ৭২ হাজার ৬১৫।
নির্বাচনে একজন রিটার্নিং অফিসার ও সাতজন সহকারী রিটার্নিং অফিসার দায়িত্ব পালন করছেন। এছাড়াও অতিরিক্তসহ ১৩৪ জন প্রিসাইডিং অফিসার ও এক হাজার ৪০ জন সহকারী প্রিসাইডিং অফিসার এবং দুই হাজার ৭৯ জন পোলিং অফিসার নিয়োজিত থাকবেন। মোট ভোটকেন্দ্র ১২৮ ও ভোটকক্ষের সংখ্যা ৯৯০টি।
মেয়র পদে পাঁচজন, সাধারণ কাউন্সিলর পদে ১৪৯ জন ও ১১টি সংরক্ষিত আসনের কাউন্সিলর পদে ৬৯ জন নারী প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। ১১নং ওয়ার্ডে কাউন্সিলর পদে প্রতিদ্বন্দ্বী প্রার্থী না থাকায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় ফরহাদ আলমকে নির্বাচিত ঘোষণা করা হয়েছে।
বিডি প্রতিদিন/ ওয়াসিফ