বরিশাল সিটি করপোরেশনের (বিসিসি) ৮ নম্বর ওয়ার্ডে উপনির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। সকাল ৮টায় নগরীর ৮ নম্বর ওয়ার্ডের মমতাজ মজিদুন্নেছা বালিকা বিদ্যালয় ও খাজা মাইনুদ্দিন মাদরাসায় একযোগে ভোটগ্রহণ শুরু হয়। তবে ভোটার উপস্থিতি তুলনামূলক কম দেখা গেছে। বিকেল ৪টায় ভোটগ্রহণ শেষ হবে।
এখানে ঘুড়ি প্রতীক নিয়ে মো. শামীম আহসান এবং লাটিম প্রতীক নিয়ে মো. রাশিক হাওলাদার প্রতিদ্বন্দ্বিতা করছেন। এই ওয়ার্ডে মোট ভোটার ৫ হাজার ৪০৩ জন। এর মধ্যে পুরুষ ভোটার ২ হাজার ৯৬৫ জন এবং নারী ভোটার ২ হাজার ৪৩৮ জন।
ভোটগ্রহণ সুষ্ঠু সুন্দর করতে একজন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও একজন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে আইন শৃঙ্খলা বাহিনী তৎপর রয়েছে।
গত ২৮ জুন ওই ওয়ার্ডের নবনির্বাচিত কাউন্সিলর মো. সেলিম হাওলাদারের মৃত্যুতে কাউন্সিলর পদটি শূন্য হওয়ায় এই উপ-নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন