স্বরাষ্ট্র উপদেষ্টার আশ্বাসে আশস্ত হয়ে কর্মবিরতি প্রত্যাহার করে কাজে ফিরেছেন বরিশাল মেট্রোপলিটন ও জেলা পুলিশ সদস্যরা।
সোমবার সকাল থেকে দায়িত্ব পালন শুরু করেছেন পুলিশ সদস্যরা। তাদের সহায়তায় মাঠে রয়েছে সেনা ও শিক্ষার্থী-জনতা। দায়িত্বে ফিরে পুলিশ সদস্যরাও খুশি। জনগণের পাশে থেকে সেবা দিতে চায় পুলিশ সদস্যরা।
বরিশাল জেলা পুলিশ সুপার ওয়াহিদুল ইসলাম বলেন, সোমবার সকাল থেকে বরিশাল জেলার ১০ থানা ও ট্রাফিক পুলিশ সদস্যরা কর্মে ফিরেছে। তারা তাদের উপর অর্পিত দায়িত্ব পালন করছেন।
বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো. জিহাদুল কবির বলেন, মেট্রোপলিটন পুলিশের চার থানা ও ট্রাফিক পুলিশ সদস্যরা কাজে ফিরেছেন। সকাল ৯টার দিকে ইউনিফর্ম পরিধান করে পুলিশ সদস্যরা থানায় আসে। পরে থানা কম্পাউন্ডে হাজিরা দিয়ে কাজে যোগদান করেন।
বরিশাল মেট্রোপলিটন পুলিশ অতিরিক্ত উপ-কমিশনার (ট্রাফিক) রুনা লায়লা জানান, মহানগরীর প্রত্যেকটি পয়েন্টে পুলিশ সদস্যরা দায়িত্ব পালন শুরু করেছে। ট্রাফিক পুলিশের ১১০ জন সদস্য দুই ভাগে বিভক্ত হয়ে রাত ১০টা পর্যন্ত সড়কে ট্রাফিক নিয়ন্ত্রণে কাজ করবে।
কাজে ফিরতে পেরে খুশি নগরের জেলখানা মোড়ে দায়িত্ব পালন করা ট্রাফিক পুলিশ কনস্টেবল মো. জাহাঙ্গীর। তিনি বলেন, কাজে ফিরতে পেরে ভালো লাগছে। এখন থেকে সাধারণ মানুষের চাহিদা অনুযায়ী সেবা দেয়ার চেষ্টা করব।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক ও সরকারি ব্রজমোহন (বিএম) কলেজ শিক্ষার্থী হুজাইফা রহমান বলেন, পুলিশ সদস্যদের পাশে থেকে সড়কে যানবাহন চলাচলসহ যেকোনো কাজে সহায়তা দেবে শিক্ষার্থীরা।
এদিকে, পুলিশ সদস্যদের নিরাপত্তা ও সহায়তায় কাজ করছে সেনাবাহিনী।
বিডি-প্রতিদিন/বাজিত