১৩ আগস্ট, ২০২৪ ১৯:১৭

বরিশালে বৃত্তি পেল দেড় হাজার শিক্ষার্থী

নিজস্ব প্রতিবেদক, বরিশাল

বরিশালে বৃত্তি পেল দেড় হাজার শিক্ষার্থী

বরিশাল শিক্ষা বোর্ডের অধীনে ২০২৪ সালের এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ দেড় হাজার শিক্ষার্থীকে বৃত্তি দেওয়া হয়েছে। সোমবার বরিশাল শিক্ষা বোর্ডের ওয়েব সাইডে বৃত্তিপ্রাপ্তদের তালিকা দেওয়া হয়েছে।

শিক্ষা বোর্ডের সচিব সোমনাথ মন্ডল স্বাক্ষরিত ওই তালিকা সূত্রে জানা গেছে, দুই বছরের জন্য নিয়মিত শিক্ষার্থীরা এ বৃত্তির আওতায় রয়েছেন। মেধা ও সাধারণ বৃৃত্তি ক্যাটাগরিতে এ বৃত্তি দেওয়া হয়েছে। মেধায় বৃত্তি পাওয়া শিক্ষার্থীরা মাসিক ৬০০ ও বছরে ৯০০ টাকা হারে বৃত্তি পাবে। সাধারণ ক্যাটাগরিতে পাওয়া শিক্ষার্থীরা মাসিক ৩৫০ ও বছরে ৪৫০ টাকা হারে বৃত্তি দেওয়া হবে।

জিপি-৫ থেকে ৪.২২ পাওয়া শিক্ষার্থীদের মধ্যে থেকে মোট এক হাজার ৫০৭ জনকে বৃত্তি দেওয়া হয়েছে। এর মধ্যে মেধা তালিকায় ১১২ জন, উপজেলা অনুযায়ী ১৬৮ জন, মেট্রোপলিটন এলাকায় আটজন ও জেলায় এক হাজার ২১৯ জনকে বৃত্তি দেওয়া হয়েছে।

বিডি প্রতিদিন/এমআই  

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর