দেশের শীর্ষ মিডিয়া হাউজ ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ পিএলসিতে দুর্বৃত্ত দলের হামলার ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে বরিশাল রিপোর্টার্স ইউনিটি (বিআরইউ)।
এক বিবৃতির মাধ্যমে রিপোর্টার্স ইউনিটির নেতৃবৃন্দ গণমাধ্যম কার্যালয়ে এমন হামলার ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে।
বিআরইউর নেতৃবৃন্দ বলেন, গণমাধ্যম কার্যালয়ে এমন হামলা স্বাধীন সাংবাদিকতার পরিপন্থি। অনতিবিলম্বে হামলাকারীদের শনাক্ত করে বিচারের দাবি জানিয়েছে তারা।
এর আগে আজ সোমবার দুপুর সোয়া ২টার দিকে দেশের শীর্ষ এই মিডিয়া হাউজে হামলা চালানো হয়। আকস্মিকভাবে শতাধিক মানুষের একটি মিছিল বসুন্ধরা আবাসিক এলাকায় অবস্থিত ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপের সামনে আসে। তাদের হাতে ছিল হকিস্টিকসহ লাঠিসোটা। তারা স্লোগান দিতে দিতে জোরপূর্বক প্রধান ফটক খুলে ভেতরে প্রবেশ করে। এক পর্যায়ে তারা ব্যাপক ভাঙচুর চালায়।
বিডি প্রতিদিন/হিমেল