বাংলাদেশ প্রতিদিনের সিনিয়র সাব-এডিটর মুজিবুর রহমান চৌধুরী আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। বৃহস্পতিবার (২২ আগস্ট) ভোরে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
মুজিবুর রহমান চৌধুরী রাজধানীর বারডেম হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। তার বয়স হয়েছিল ৬৩ বছর। ডেঙ্গু আক্রান্ত হয়ে কয়েকদিন আগে হাসপাতালে ভর্তি হন তিনি।
দেশের সর্বাধিক প্রচারিত দৈনিক বাংলাদেশ প্রতিদিনের জন্মলগ্ন থেকে এই প্রবীণ সাংবাদিক কর্মরত ছিলেন। রাজশাহী বিভাগ সাংবাদিক সমিতির সভাপতি ছিলেন মুজিবুর রহমান চৌধুরী।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ