নথুল্লাবাদ কেন্দ্রীয় বাস টার্মিনালের শ্রমিকদের কর্মবিরতির কারণে বরিশালের অভ্যন্তরীণ আটটি রুটের বাস চলাচল বন্ধ রয়েছে। মহাসড়কে থ্রি হুইলার চলাচল বন্ধের দাবিতে মঙ্গলবার দুপুর থেকে শ্রমিকরা কর্মবিরতি শুরু করেছে বলে জানিয়েছেন বরিশাল জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মো. মোস্তফা কামাল।
তিনি জানান, মহাসড়কে থ্রি হুইলার চলাচল নিষিদ্ধ হওয়ার পরেও নিয়মিত চলাচল করছে। যার ফলে প্রায় সময়ই ঘটছে দুর্ঘটনা। পারভেজ নামের এক বাস শ্রমিক থ্রি হুইলার এর ধাক্কায় আহত হয়েছে। এই ঘটনায় ক্ষুব্ধ হয়ে দুপুর একটা থেকে কর্মবিরতি পালন শুরু করেছেন তারা।
মোস্তফা কামাল জানান, প্রশাসনকে আগে না জানিয়ে কর্মবিরতিতে যাওয়া ঠিক হয়নি। তাই শ্রমিকদের নিয়ে আলোচনা করছি। আমরা চেষ্টা করছি দ্রুত সময়ের মধ্যে সমাধানের চেষ্টা করছি। বিকেল ৫টা পর্যন্ত অভ্যন্তরীণ রুটের বাস চলাচল বন্ধ রয়েছে।
তবে দূরপাল্লা রুটের বাস চলাচল করছে। বাস চলাচল বন্ধ ঘোষণা শুনে অনেক যাত্রী না আসায় দূরপাল্লা রুটের যাত্রী কম হচ্ছে।
বরিশাল জেলা বাস গ্রুপের সাবেক সাংগঠনিক সম্পাদক ইউসুফ আলী বলেন, শ্রমিকরা ধর্মঘট শুরু করেছে। আমরা করিনি। মহাসড়কে থ্রি-হুইলার চলাচলে বাস মালিকরা বেশি ক্ষতিগ্রস্ত হয়। আমরাও চাই থ্রি-হুইলার চলাচল বন্ধ হোক। বিষয়টি দ্রুত সময়ের মধ্যে সামধানের জন্য প্রশাসনকে সাথে নিয়ে কাজ করছি। বাস সাথে সাথে থ্রি-হুইলার শ্রমিকরা চলাচল বন্ধ রেখেছে বলে জানিয়েছেন তিনি।
বরিশাল মহানগরের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক) রুনা লায়লা বলেন, এটা আমাদের বিষয় নয়। শুনেছি শ্রমিক ও ছাত্ররা মিলে বিষয়টি সমাধানের চেষ্টা করছে।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্রজমোহন (বিএম) কলেজের সমন্বয়ক হুজাইফা রহমান বলেন, কারা গিয়েছে জানি না। বিষয়টি খোঁজ নিয়ে দেখছি।
বিডি প্রতিদিন/এএ